রাজস্থানের উদয়পুরে এক বেসরকারি তথ্যপ্রযুক্তি (IT) সংস্থার কর্মীকে চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২০ ডিসেম্বর, শনিবার রাতের এই ন্যক্কারজনক ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশ সক্রিয় হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই সংস্থার সিইও (CEO) সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন ওই তরুণী। রাত দেড়টা নাগাদ অনুষ্ঠান থেকে ফেরার সময় তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। অভিযোগ, সংস্থার সিইও তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে তোলেন। গাড়িতে সিইও ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার এক উচ্চপদস্থ মহিলা কর্মী এবং তাঁর স্বামী। তরুণীর দাবি, গাড়িতে সিইও তাঁকে একটি সিগারেট খেতে দেন, যা খাওয়ার পরেই তিনি জ্ঞান হারান।
অভিযোগ, সংজ্ঞাহীন অবস্থায় রবিবার ভোররাত পর্যন্ত ওই তরুণীকে গাড়িতে আটকে রেখে গণধর্ষণ করা হয়। পরদিন সকালে জ্ঞান ফিরলে তিনি নিজের অবস্থার কথা বুঝতে পারেন এবং পুলিশের দ্বারস্থ হন। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি গাড়ির ভেতরে কোনো অডিও-ভিডিও রেকর্ডিং আছে কি না, তা খোঁজা হচ্ছে। অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন।