নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামের একটি রামকৃষ্ণ সারদা আশ্রম মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সিসিটিভি ক্যামেরা বন্ধ করে মন্দিরের বিগ্রহ থেকে প্রায় ৬-৭ লক্ষ টাকার সোনা, রুপার গয়না এবং নগদ চুরি করা হয়েছে। এই ঘটনায় মন্দিরের মহারাজ আদি নাথনন্দের দিকে সন্দেহের তীর উঠেছে।
কী ঘটেছিল?
সোমবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। মন্দির কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সেদিন মহারাজের সঙ্গে দেখা করতে এক দম্পতি এসেছিলেন। পরের দিন সকালে মন্দির কর্তৃপক্ষ দেখতে পায় বিগ্রহের সমস্ত গয়না উধাও। তবে অদ্ভুত বিষয় হলো, মন্দিরের তালা ভাঙা হয়নি, তা অক্ষত অবস্থায় ছিল। জানা গেছে, মন্দিরের চাবি থাকত মহারাজের কাছেই।
সিসিটিভি বন্ধ ও মহারাজের ভূমিকা:
চুরির সময় মন্দিরের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষের সন্দেহ আরও দৃঢ় হয়। তাঁদের দাবি, এই চুরির ঘটনার সঙ্গে মহারাজ আদি নাথনন্দ এবং তাঁর সঙ্গে আসা ওই দম্পতি সরাসরি জড়িত।
পুলিশি তদন্ত:
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহারাজ আদি নাথনন্দ এবং তাঁর সঙ্গে আসা ওই দম্পতিকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানতে চাইছে, মন্দির থেকে কী কী চুরি গেছে এবং কীভাবে তালা না ভেঙে এই চুরি করা সম্ভব হলো। সিসিটিভি বন্ধ করার পেছনে কাদের হাত ছিল, তা নিয়েও তদন্ত চলছে।
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় এই ঘটনায় দেবগ্রামের স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সাধারণ মানুষ এখন পুলিশের তদন্তের দিকে তাকিয়ে আছেন। আগামী দিনে এই চুরির রহস্যের জট কীভাবে খোলে, সেটাই দেখার বিষয়।