“BLO দের ভয় দেখিয়ে কাজ নয়!”-EC কে যে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট

বুথ লেভেল অফিসার বা BLO-দের উপর কাজের অতিরিক্ত চাপ কমাতে এবার ‘অ্যাডিশনাল স্টাফ’ বা অতিরিক্ত কর্মী নিয়োগের পক্ষে সওয়াল করল সুপ্রিম কোর্ট। SIR (Special Integrated Revision) সংক্রান্ত কাজের কারণে BLO-দের অতিরিক্ত চাপের অভিযোগ শুধু পশ্চিমবঙ্গেই নয়, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরালার মতো রাজ্য থেকেও BLO-র আত্মহত্যার খবর সামনে আসায় শীর্ষ আদালত এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ

প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে:

  • অতিরিক্ত কর্মী নিয়োগ: আদালত পর্যবেক্ষণ করেছে যে, এই কাজে যারা যুক্ত, কাজ শেষ করা তাদের ডিউটির মধ্যে পড়ে। তবে সেই কাজ করতে গিয়ে যদি তাঁরা অতিরিক্ত সমস্যার সম্মুখীন হন বা রোজের ডিউটির সঙ্গে অতিরিক্ত কাজের চাপ পড়ে, সেক্ষেত্রে SIR-এর কাজে অতিরিক্ত কর্মী নিয়োগ করা যেতে পারে।

  • ব্যক্তির অব্যাহতি: একই সঙ্গে কেউ যদি নির্দিষ্ট কারণে এই দায়িত্ব থেকে অব্যহতি চান, তবে ‘কেস টু কেস’ বিচার করে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তা-ও আদালত স্পষ্ট করে দিয়েছে।

পিটিশনে আত্মহত্যার অভিযোগ

রাজনীতিক দল তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম বা TVK-এর দায়ের করা একটি পিটিশনের ভিত্তিতে এই মামলার শুনানি হয়। TVK পিটিশনে BLO-দের অতিরিক্ত কাজের চাপ এবং চাপ নিতে না পেরে আত্মহত্যার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল।

TVK-এর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ শুনানির সময় বলেন, “৩৫-৪০ জন BLO সুইসাইড করেছেন, তার তথ্য আছে আমাদের কাছে। তাঁরা কেউ অঙ্গনওয়াড়ি কর্মী, কেউ শিক্ষক-শিক্ষিকা।” তিনি আরও উল্লেখ করেন, “সেকশন ৩২ ROPA নোটিস পাঠিয়ে BLO-দের বলা হচ্ছে, ডেডলাইন ছুঁতে না পারলে ২ বছরের জেল হতে পারে। উত্তরপ্রদেশে BLO-দের বিরুদ্ধে ৫০টি এফআইআর (FIR) হয়েছে।”

সব পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত নির্দেশ দেয় যে, BLO-দের অতিরিক্ত সময়ের কাজ কমাতে অতিরিক্ত কর্মী কাজে লাগানো হোক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy