BLO-রাই এখন কাঠগড়ায়! কাজ না করার অভিযোগে FIR, ভোটার তালিকা নিয়ে চরম কড়াকড়ি!

কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে এবার সরাসরি বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ বিধানসভা কেন্দ্রে মোট ২১ জন বুথ লেভেল অফিসার (BLO) কাজ করতে চাইছিলেন না। সরকারি নির্দেশিকা বারবার উপেক্ষা করার ফলে শেষমেশ তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ (FIR) দায়ের করা হয়েছে।

কেন FIR দায়ের হলো?

গাজিয়াবাদের সাহিবাবাদ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইনচার্জ অলোক কুমার যাদব এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, ওই BLO-দের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি এবং সরকারি নির্দেশিকা উপেক্ষা করেছেন। তাঁদের একাধিকবার সতর্ক করা হলেও তাতে কর্ণপাত করা হয়নি।

FIR-এ উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত BLO-রা ঘরে ঘরে গিয়ে ভোটার ফর্ম বিতরণ, ভোটারদের স্বাক্ষর সংগ্রহ বা গুরুত্বপূর্ণ নথি ডিজিটালাইজড করার মতো আবশ্যিক কাজগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। কাজে বারবার ব্যর্থ হওয়ার কারণেই বাধ্য হয়ে গাজিয়াবাদের সিহানি গেট থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

কয়েকদিন আগেই BLO-দের ‘হিরো’ বলেছিল কমিশন!

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই নির্বাচন কমিশন একটি সাংবাদিক সম্মেলনে BLO-দের ভূয়সী প্রশংসা করেছিল। কমিশন জানিয়েছিল, BLO-রাই নির্বাচন কমিশনের আসল মুখ এবং তাঁরাই ‘আসল হিরো’। তাঁদের নিরলস প্রচেষ্টাতেই এত বড় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কলকাতায় সেই সাংবাদিক সম্মেলন থেকে কমিশন এও জানায় যে, BLO-রা কাজ করতে গিয়ে যে সমস্যা বা অসুস্থতার সম্মুখীন হচ্ছেন, সে সম্পর্কে তারা অবগত।

তবে একদিকে যখন কমিশনের পক্ষ থেকে প্রশংসা করা হচ্ছে, ঠিক তখনই উত্তরপ্রদেশে এই ২১ জন BLO-র বিরুদ্ধে FIR দায়েরের ঘটনা দেখিয়ে দিল যে কাজে গাফিলতি সহ্য করা হবে না। যদিও সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, এই রাজ্যে এখনও কোনও BLO-র বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এবং তাঁরা এমন পরিস্থিতি দেখতে চান না। কিন্তু উত্তরপ্রদেশের এই ঘটনা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের কাছে একটি কঠোর বার্তা বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy