সর্বভারতীয় বিজেপির ব্যাটন হাতে নিয়েই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন নবনিযুক্ত সভাপতি নিতিন নবীন। দায়িত্ব পাওয়ার পর নিজের প্রথম রাজ্য সফরের জন্য তিনি বেছে নিয়েছেন ভোটমুখী পশ্চিমবঙ্গকেই। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দু’দিনের ঝটিকা সফরে বঙ্গে আসছেন তিনি। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্দরে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে। মূলত সংগঠনকে চাঙ্গা করা এবং নিচুতলার কর্মীদের সঙ্গে সরাসরি জনসংযোগ স্থাপনই নবীনের এই সফরের মূল লক্ষ্য।
দু’দিনের ঠাসা কর্মসূচি: দলীয় সূত্রে খবর, ২৭ জানুয়ারি বিকেল ৪টে নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন নিতিন নবীন। বিমানবন্দর থেকে তিনি সোজা যাবেন শিল্পশহর দুর্গাপুরে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চিত্রালয় মেলা ময়দানে আয়োজিত ‘কমল মেলা’-য় অংশ নেবেন তিনি। তবে ওইদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো রাতে দুর্গাপুরের একটি হোটেলে আয়োজিত রাজ্য কোর কমিটির বৈঠক। সেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের উপস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে।
সকাল থেকে পুজো ও সম্মেলন: ২৮ জানুয়ারি সকালে দুর্গাপুরের জাগ্রত ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দিয়ে দিন শুরু করবেন বিজেপি সভাপতি। এরপর সকাল ১০টা ৩০ মিনিট থেকে চিত্রালয় মেলা ময়দানেই বর্ধমান বিভাগীয় কার্যকর্তা সম্মেলনে যোগ দেবেন তিনি। যেখানে কয়েক হাজার কর্মীর সামনে সংগঠনের মূল মন্ত্র তুলে ধরবেন নিতিন। মধ্যাহ্নভোজের পর তিনি চলে যাবেন আসানসোল সাংগঠনিক জেলায়। রানিগঞ্জে আসানসোল জেলা কার্যকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করবেন তিনি।
সফরের রাজনৈতিক গুরুত্ব: রাজ্য বিজেপি নেতৃত্বের মতে, তৃণমূল সরকারের দীর্ঘ অপশাসনের অবসান ঘটাতে নিতিন নবীনের এই সফর অনুঘটক হিসেবে কাজ করবে। বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জোগানো এবং গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সবাইকে এক ছাতার তলায় আনাই নবীনের বড় চ্যালেঞ্জ। ২৮ তারিখ রাতেই অন্ডাল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তবে যাওয়ার আগে বঙ্গে পদ্ম ফোটাতে তিনি কী ‘প্রেসক্রিপশন’ দিয়ে যান, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।