স্মার্টফোন আর ল্যাপটপের দুনিয়ায় পড়ুয়াদের আসক্তি কমাতে এবার এক অভিনব পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের সমস্ত সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে পড়ুয়াদের জন্য খবরের কাগজ পড়া বাধ্যতামূলক করা হয়েছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো পড়ুয়াদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা বাড়ানো, সাধারণ জ্ঞান বৃদ্ধি এবং ডিজিটাল ডিভাইসের নেশা থেকে তাদের দূরে সরিয়ে আনা।
গত ২৩ ডিসেম্বর উত্তরপ্রদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংসদের অতিরিক্ত মুখ্য সচিব পার্থসারথি সেনশর্মা এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, পড়ুয়াদের শুধুমাত্র হিন্দি নয়, ইংরেজি সংবাদপত্রও নিয়মিত পড়তে হবে। তবে কোনো ‘ই-পেপার’ বা ডিজিটাল সংস্করণ নয়, স্ক্রিন টাইম কমানোর উদ্দেশ্যে সংবাদপত্রের মুদ্রিত বা হার্ড কপি পড়াই বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশিকায় যা যা বলা হয়েছে:
-
স্কুলের দৈনন্দিন রুটিনে খবরের কাগজ পড়ার জন্য অন্তত ১০ মিনিট সময় বরাদ্দ রাখতে হবে।
-
সকালে প্রার্থনা সংগীতের সময়েই এই পাঠ সেশন চালানো যেতে পারে।
-
সংবাদপত্রের সম্পাদকীয় কলম, দেশ, রাজ্য, আন্তর্জাতিক এবং খেলার খবরের ওপর বিশেষ জোর দিতে হবে।
অতিরিক্ত মুখ্য সচিব পার্থসারথি সেনশর্মা জানান, সংবাদপত্র পাঠের মাধ্যমে পড়ুয়াদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে এবং তাদের লেখার মান উন্নত হবে। বিশেষ করে সম্পাদকীয় অংশ পড়লে তাদের বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়বে। এর পাশাপাশি সংবাদপত্রে প্রকাশিত সাধারণ মানুষের জীবনযুদ্ধের কাহিনী পড়লে পড়ুয়াদের মধ্যে মানবিক বোধ এবং সহমর্মিতাও তৈরি হবে বলে আশা করছে শিক্ষা দফতর। এই নির্দেশ সরকারি স্কুলগুলির জন্য বাধ্যতামূলক হলেও, বেসরকারি স্কুলগুলিকেও এই মডেল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।