সল্টলেকের আইপ্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশি এবং নথিপত্র ‘চুরি’র চেষ্টার অভিযোগে রণংদেহি মেজাজে রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ২:৫০ নাগাদ যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে পৌঁছান মুখ্যমন্ত্রী। শাঁখ এবং উলুধ্বনির মাধ্যমে তাঁকে স্বাগত জানান তৃণমূলের মহিলা কর্মীরা। প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটে এই মিছিল শেষ হবে হাজরা মোড়ে, যেখানে বক্তব্য রাখবেন মমতা।
মিছিলের হাইলাইটস ও লাইভ আপডেট:
-
মিছিলের শুরু: দুপুর ২:৫৬ মিনিটে যাদবপুর ৮বি থেকে শুরু হয়েছে মহামিছিল। মিছিলের প্রথম সারিতে মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসসহ দলের শীর্ষ নেতৃত্ব।
-
তারকা সমাবেশ: দলের হয়ে রাজপথে নেমেছেন দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ এবং লাভলি মৈত্রের মতো তারকা বিধায়ক ও সাংসদরা।
-
বিস্ফোরক অভিযোগ: মিছিল শুরুর আগে মমতা বলেন, “এসআইআর (SIR)-এর নামে কোটি কোটি ভোট লুঠের ছক কষছে বিজেপি। আমাদের দলের স্ট্র্যাটেজি চুরি করতে ইডি-কে ব্যবহার করা হচ্ছে।”
আইনি ও রাজনৈতিক লড়াই:
-
পিছিয়ে গেল শুনানি: আইপ্যাক অফিসে ইডি-র তল্লাশি এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের দায়ের করা মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে ছিল। তবে এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় বিচারপতি শুভ্রা ঘোষ মামলার শুনানি পিছিয়ে ১৪ জানুয়ারি ধার্য করেছেন।
-
শুভেন্দুর পাল্টা তোপ: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন, “জল জীবন মিশনের টাকা অবৈধভাবে আইপ্যাকের অ্যাকাউন্টে গিয়েছে।” তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নথিপত্র সরিয়ে প্রমাণের বিকৃতি ঘটাচ্ছেন।
-
দিল্লিতে প্রতিবাদ: সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে চ্যাংদোলা হতে হয়েছে মহুয়া মৈত্রসহ আট তৃণমূল সাংসদকে। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
কেন এই আন্দোলন?
গত বৃহস্পতিবার কয়লা পাচার মামলার সূত্রে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি। অভিযোগ ওঠে, তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে হার্ড ড্রাইভ ও কিছু গোপন ফাইল উদ্ধার করে আনেন। মমতার দাবি, ইডি আসলে ২০২৬ নির্বাচনের প্রার্থী তালিকা ও বুথ স্তরের সার্ভে রিপোর্ট ‘চুরি’ করতে এসেছিল।