BigNews: বিহারের পর এবার বাংলাতেও SIR শুরু করল কমিশন, উত্তপ্ত রাজ্য রাজনীতি

নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া (SIR) বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হওয়ায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে একদিকে যেমন কমিশন ভোটার তালিকা শুদ্ধ করার যুক্তি দেখাচ্ছে, তেমনই বিরোধীরা এটিকে ভোট চুরির হাতিয়ার হিসেবে অভিযোগ করছে।

বিহারের প্রথম দফার খসড়া তালিকায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ায় এই প্রক্রিয়ার গুরুত্ব এবং বিতর্ক দুটোই বেড়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে বেশিরভাগই মৃত বা অন্য রাজ্যে চলে যাওয়া। তবে বিরোধীদের অভিযোগ, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের নাম বাদ দিতে চাইছে।

পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এই SIR প্রক্রিয়া শুরু হওয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস সতর্ক হয়ে উঠেছে। তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে, যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়ে, তাহলে তারা রাস্তায় নেমে আন্দোলন করবে। এই হুঁশিয়ারি প্রমাণ করে যে, এই ইস্যুটি আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিতর্কের বিষয় হতে চলেছে।

ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া একটি সাংবিধানিক দায়িত্ব হলেও, এর রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। ভোটারদের স্বচ্ছ তালিকা তৈরি করা কমিশনের দায়িত্ব, কিন্তু তা এমনভাবে করতে হবে যাতে কোনো যোগ্য নাগরিকের নাম বাদ না পড়ে। এই প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে কমিশনকে আরও বেশি সচেতন হতে হবে, যাতে বিরোধীদের অভিযোগের কোনো সুযোগ না থাকে। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, তার ওপর আগামী বিধানসভা নির্বাচনের অনেক কিছু নির্ভর করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy