ATM-থেকেই মিলবে পিএফ-এর টাকা, ২০২৬ সালের মধ্যে বড় বদল আনছে কেন্দ্র

প্রভিডেন্ট ফান্ড বা পিএফ (PF) থেকে টাকা তোলা মানেই আগে ছিল এক দীর্ঘ ও ঝক্কিপূর্ণ প্রক্রিয়া। সাধারণ মানুষকে নানা প্রযুক্তিগত সমস্যার মোকাবিলা করতে হতো। তবে এবার সেই সমস্যা মেটাতে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। খোদ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই UPI এবং ATM-এর মাধ্যমে সরাসরি PF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা চালু হবে।

এই নতুন ব্যবস্থা চালু হলে ব্যাঙ্ক থেকে টাকা তোলার মতোই সহজ হয়ে যাবে পিএফ উত্তোলনের পদ্ধতি।

💳 এটিএম থেকেই মিলবে পিএফ-এর টাকা!

শ্রম মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পিএফ অ্যাকাউন্টগুলিকে ইতিমধ্যেই আধার, প্যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের (UAN) সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হবে ডেবিট কার্ড এবং এটিএম-এর বিকল্প। ফলে কর্মীরা জরুরি প্রয়োজনে যে কোনও সময় তাঁদের পিএফ ফান্ডের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা সরাসরি এটিএম থেকে তুলে নিতে পারবেন। বাকি ২৫ শতাংশ অ্যাকাউন্টে সঞ্চিত থাকবে।

📱 ইউপিআই (UPI)-এর মাধ্যমে টাকা তোলার প্রক্রিয়া

পিএফ অ্যাকাউন্ট থেকে UPI-এর মাধ্যমে টাকা তুলতে গ্রাহককে কিছু ধাপ অনুসরণ করতে হবে:

  • প্রয়োজনীয় নথি: এই সুবিধার জন্য সচল UAN নম্বর, আধার, প্যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

  • পদ্ধতি: আশা করা হচ্ছে, EPFO-র পোর্টাল বা UMANG অ্যাপে ‘UPI’ নামক একটি নতুন অপশন যুক্ত করা হবে। সেখানে নিজের UPI ID (GPay বা PhonePe) দিয়ে গ্রাহকরা এক ক্লিকেই টাকা ট্রান্সফার করতে পারবেন।

কবে থেকে কার্যকর হবে এই নিয়ম?

শ্রমমন্ত্রী জানিয়েছেন, এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। ২০২৬ সালের মার্চের আগেই সাধারণ মানুষ এই সুবিধার সুবিধা নিতে পারবেন। বর্তমান ডিজিটাল ইন্ডিয়ার পথে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy