শ্বেতশুভ্র কেদারনাথ! ঠিক যেন রূপকথার কোনো দেশ। উত্তরাখণ্ডের উচ্চ হিমালয় অঞ্চলে গত ২৪ ঘণ্টা ধরে চলছে প্রবল তুষারপাত। যার জেরে বাবা কেদারনাথের মন্দির এখন প্রায় ৪ ফুট পুরু বরফের স্তূপের নিচে ঢাকা পড়েছে। চারপাশের পাহাড়ের চূড়াগুলো রোদে রুপোর মতো জ্বলজ্বল করছে।
মাইনাস তাপমাত্রায় কাঁপছে কেদারধাম
শুক্রবার থেকেই কেদারনাথ ধামে বরফ পড়া শুরু হয়েছিল, যা শনিবারও অব্যাহত রয়েছে। তীব্র তুষারপাতের কারণে এই এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে (মাইনাস) চলে গিয়েছে। এর ফলে:
-
মন্দির চত্বর থেকে শুরু করে সংলগ্ন এলাকা সবটাই এখন সাদা চাদরে মোড়া।
-
প্রতিকূল আবহাওয়ার কারণে ধামে যাওয়ার সমস্ত রাস্তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
-
অত্যাধিক ঠান্ডার কারণে কেদারনাথে চলমান পুনর্নির্মাণের কাজও সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
নিরাপত্তায় মোতায়েন আইটিবিপি (ITBP)
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মন্দির চত্বরের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন রুদ্রপ্রয়াগ পুলিশ এবং ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) জওয়ানরা। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও তাঁরা ক্রমাগত টহল দিচ্ছেন এবং রাস্তা থেকে বরফ সরিয়ে যাতায়াত স্বাভাবিক করার চেষ্টায় প্রশাসনকে সাহায্য করছেন। যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় আইটিবিপির একটি যৌথ দল সর্বদা সতর্ক রয়েছে।
শীতঘুমে কেদারনাথ
মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই ধামটি প্রতি বছর শীতকালে ৬ মাসের জন্য বন্ধ থাকে। গত ২৩ অক্টোবর, ২০২৫ ভাইফোঁটার দিন মন্দিরের দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, গ্রীষ্মের শুরুতে চারধাম যাত্রা শুরুর সময় ফের মন্দির খোলা হবে। বর্তমানে মন্দিরের প্রধান বিগ্রহ উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে পুজিত হচ্ছেন।
উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচল ও কাশ্মীরেও ভারী তুষারপাত শুরু হয়েছে, যা পর্যটকদের জন্য খুশির খবর হলেও স্থানীয়দের দৈনন্দিন জীবনে কিছুটা সমস্যার সৃষ্টি করেছে।