আর মাত্র কয়েক দিন বাকি, তারপরই সারা ভারতজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন হয়েছিল আমাদের দেশ। প্রতি বছর এই দিনে আমরা সেই সব বীর শহীদদের স্মরণ করি, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তবে এবারের স্বাধীনতা দিবস উদযাপনের আগে অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ২০২৫ সালে ভারত কততম স্বাধীনতা দিবস পালন করবে— ৭৮তম নাকি ৭৯তম?
এই হিসেব নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াটা স্বাভাবিক। চলুন, এর সঠিক ব্যাখ্যাটি জেনে নেওয়া যাক।
বিভ্রান্তি কোথায়?
সরাসরি অঙ্কের হিসেব করলে, ২০২৫ সাল থেকে ১৯৪৭ সাল বিয়োগ করলে ফল দাঁড়ায় ৭৮। অর্থাৎ, এই বছর ভারত স্বাধীন দেশ হিসেবে ৭৮ বছর পূর্ণ করবে। এই ৭৮ সংখ্যাটি ভারতের স্বাধীনতার পর থেকে পার হয়ে যাওয়া বছর সংখ্যা নির্দেশ করে। কিন্তু ‘কততম স্বাধীনতা দিবস’ পালন করা হচ্ছে, তার হিসেবটা কিছুটা ভিন্ন।
সঠিক হিসেব কী?
১৯৪৭ সালের ১৫ই অগাস্ট ছিল ভারতের প্রথম স্বাধীনতা দিবস। এর এক বছর পর, অর্থাৎ ১৯৪৮ সালের ১৫ই অগাস্ট, প্রথম স্বাধীনতা দিবসের বার্ষিকী পালিত হয়। সেই হিসেবে, ২০২৫ সালের ১৫ই অগাস্ট ভারত তার ৭৯তম স্বাধীনতা দিবস পালন করবে। এর মানে হলো, ইতিমধ্যে ৭৮টি স্বাধীনতা দিবস পালিত হয়ে গেছে এবং এবার আমরা ৭৯তম বারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি।
উদাহরণ হিসেবে বলা যায়, একজন শিশুর যখন এক বছর বয়স হয়, তখন তার প্রথম জন্মদিন পালন করা হয়। একইভাবে, ভারতের স্বাধীনতার এক বছর পূর্ণ হয়েছিল ১৯৪৮ সালে, যা ছিল দ্বিতীয় স্বাধীনতা দিবস। তাই, ২০২৫ সালে ভারতের স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ হলেও, এটি হবে ৭৯তম স্বাধীনতা দিবস।
যদিও এই সংখ্যা নিয়ে কিছু বিভ্রান্তি থাকতে পারে, তবে স্বাধীনতা দিবসের প্রকৃত আবেগ ও গুরুত্ব কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয়। এটি প্রতিটি ভারতবাসীর হৃদয়ে দেশপ্রেম, শ্রদ্ধা এবং ভালোবাসার এক অনন্য অনুভূতি নিয়ে আসে।
প্রধানমন্ত্রীর আহ্বানে জনগণের অংশগ্রহণ
প্রতি বছরের মতো এবারও ১৫ই অগাস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী এবার তার ভাষণে কোন কোন বিষয়ে আলোকপাত করবেন, সে ব্যাপারে জনগণের কাছে পরামর্শ চেয়েছেন। NaMo App এবং MyGov.in ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ নিজের মূল্যবান পরামর্শ প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারেন।