সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। কলকাতা হাইকোর্টের দেওয়া ৭২ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও আদালতে আত্মসমর্পণ না করায় এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগর আদালত। শুক্রবার বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিডি) আবেদনের ভিত্তিতে নিম্ন আদালত বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপের নির্দেশ দেয়।
ঘটনার সূত্রপাত সল্টলেকের দত্তাবাদ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর রহস্যজনক খুনের মাধ্যমে, যেখানে নাম জড়ায় এই সরকারি আধিকারিকের। আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রশান্ত বর্মণ। কিন্তু আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়ে নির্দেশ দিয়েছিল, তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে। অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিডিও আইনের পথ এড়িয়ে ফেরার হয়ে রয়েছেন। সূত্রের খবর, নিম্ন আদালতের পরোয়ানা এড়াতে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন, কিন্তু সেই সংক্রান্ত কোনো নথি বা তথ্য তিনি বিধাননগর আদালতে পেশ করেননি।
গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন অভিযুক্ত বিডিও-কে হেফাজতে নিতে পুলিশি তৎপরতা তুঙ্গে। রাজ্য প্রশাসনের এক পদস্থ আধিকারিকের বিরুদ্ধে খুনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় প্রশাসনিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার, পুলিশি তল্লাশিতে ধরা দেন বিডিও, নাকি শীর্ষ আদালতের কোনো রক্ষাকবচ তাঁর সহায় হয়।