৭২ ঘণ্টার চরম সময়সীমা শেষ হওয়ার আগেই বড় চাল! সুপ্রিম কোর্টে বিডিও প্রশান্ত বর্মন

সল্টলেকের চাঞ্চল্যকর স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় নয়া মোড়। কলকাতা হাইকোর্টের আত্মসমর্পণের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজগঞ্জের বিডিও (BDO) প্রশান্ত বর্মন। গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন। একই সঙ্গে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল।

হাইকোর্টের সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বুধবার শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়লেন বিডিও। সূত্রের খবর, নিজের স্বপক্ষে সওয়াল করার জন্য তিনি দেশের অন্যতম বর্ষীয়ান ও হেভিওয়েট আইনজীবী মুকুল রোহতাগীকে নিয়োগ করেছেন। সল্টলেকের এই খুনের ঘটনায় বিডিও-র নাম জড়িয়ে পড়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। পুলিশি তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব বিচার করেই হাইকোর্ট তাঁকে কোনো রেয়াত করেনি।

এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট প্রশান্ত বর্মনকে কোনো অন্তর্বর্তীকালীন স্বস্তি দেয় কি না। জানা গেছে, আগামী ২ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। ততক্ষণ পর্যন্ত সল্টলেকের এই হাই-প্রোফাইল খুনের মামলাটি ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy