‘৬ বছর ধরে আপনারা কী করছিলেন?’,সারদা কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতির বেঞ্চ

সারদা চিটফান্ড কাণ্ডের মামলায় বর্তমান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ২০১৯ সালে কলকাতা হাইকোর্টের দেওয়া আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআইয়ের করা আবেদনের শুনানিতে আজ সুপ্রিম কোর্টে চরম অস্বস্তিতে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। দীর্ঘ ৬ বছর পর মামলাটির শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিআর গবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কার্যত ভর্ৎসনা করে।

সুপ্রিম কোর্টের ভর্ৎসনা:
এদিন মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইকে উদ্দেশ করে প্রশ্ন করে, “৬ বছর ধরে আপনারা কী করছিলেন? কেন জিজ্ঞাসাবাদ করেননি?”

সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “ছয় বছর পর কেন এলেন?” জবাবে সলিসিটর জেনারেল আদালতে জানান, “এত বছর পর আগাম জামিন নিয়ে আমরা কিছু বলতে চাই না। তবে শুধু আগাম জামিন নয়, আমাদের অফিসারদের প্রতিক্ষেত্রে তদন্তে বাধা দেওয়া হয়েছে। তাই আমরা চাই আগে আদালত অবমাননার শুনানি হোক।” তখন প্রধান বিচারপতি ফের সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন, “আমরা নোটিশ ইস্যু করেছিলাম। ৬ বছর ধরে আপনারা কী করছিলেন?”

সিবিআইয়ের আইনজীবী তখন অভিযোগ করে বলেন, “বিষয়টি শুধু জামিনে আটকে নেই। এই মামলার আসল প্রতিদ্বন্দ্বী হল রাজ্য সরকার।”

রাজীব কুমারের আইনজীবীর পাল্টা অভিযোগ:
অন্যদিকে, রাজীব কুমারের আইনজীবী আদালতে পাল্টা অভিযোগ করে বলেন, “সম্মানহানি করতেই সিবিআই এই সমস্ত কিছু করছে।” তিনি আরও দাবি করেন, “তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করা হয়েছে। গত ছয় বছরে সিবিআই একবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেনি। শুধুমাত্র হয়রানি এবং সম্মানহানি করার জন্যই সিবিআই এই মামলা করেছে।”

সিবিআইয়ের ৬ বছরের নিষ্ক্রিয়তা নিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, “গত ৬ বছর ধরে আপনারা কী করেছেন? কেন গত ৬ বছরে তদন্তের প্রয়োজনে ডাকেননি? এত দিন ধরে কি আমরা মামলা বিচারাধীন রাখব? তাহলে মামলাটি রাখার দরকার কী?”

জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ আদালত অবমাননা মামলার শুনানি আগামী শুক্রবার হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ১ অক্টোবর কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল, যার তিন দিনের মধ্যে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন জানায়। ২০১৯ সালের ২০ ডিসেম্বর রাজীব কুমার শীর্ষ আদালতের নোটিস পেয়েছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy