‘৬৪,০০৬ পরিবার চরম দারিদ্র্যমুক্ত’- বিজয়নের দাবির মুখে সরব বিরোধীরা, কী বললেন বিজেপি ও রাজীব চন্দ্রশেখর?

কেরালা পিরভি (রাজ্য প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে রাজ্য বিধানসভায় এক ঐতিহাসিক ঘোষণা করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি ঘোষণা করেন, রাজ্য চরম দারিদ্র্য (Extreme Poverty) দূরীকরণে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। বিধানসভায় রুল ৩০০-এর অধীনে বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বিজয়ন জানান, কেরালা এখন “চরম দারিদ্র্যমুক্ত” রাজ্যে পরিণত হয়েছে।

মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, “এই বছরের কেরল পিরভি দিবসটি কেরালার জনগণের জন্য এক নতুন যুগের সূচনা। আজ কেরল পিরভি ইতিহাসে এক স্থান করে নিল, কারণ আমরা চরম দারিদ্র্যমুক্ত ভারতের প্রথম রাজ্য হতে সফল হয়েছি।” তিনি আরও জানান, ২০২১ সালে নতুন সরকার শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই চরম দারিদ্র্য দূরীকরণের বিষয়টি অন্যতম মূল সিদ্ধান্ত হিসেবে নেওয়া হয়েছিল, যা নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল।

চরম দারিদ্র্য দূরীকরণের এই প্রক্রিয়াটি স্থানীয় স্ব-শাসন বিভাগ ও KILA-এর (Kerala Institute of Local Administration) সমন্বয়ে মাত্র দুই মাসের মধ্যে শুরু হয়েছিল। বিধায়ক, স্থানীয় প্রতিনিধি, কুডুম্বশ্রী কর্মী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে এটি পরিচালিত হয়। ওয়াদাক্কানচেরি পৌরসভা এবং আঞ্চুতেনগু ও তিরুনেল্লি গ্রাম পঞ্চায়েতে পরীক্ষামূলকভাবে শুরু করার পরে এই প্রকল্পটি পুরো রাজ্যে বিস্তৃত করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী এম.বি. রাজেশ জানিয়েছেন, ৬৪,০০৬ পরিবারকে চরম দারিদ্র্যের কবল থেকে বের করে আনা হয়েছে। তিনি দাবি করেন, চীন-এর পরে কেরালা চরম দারিদ্র্য দূরীকরণে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করতে চলেছে।

বিরোধীদের কটাক্ষ: চরম দারিদ্র্য দূরীকরণের এই ঘোষণাকে মুখ্যমন্ত্রী বিজয়ন ‘ঐতিহাসিক’ বললেও, তিনি বিরোধী নেতার মন্তব্যকে “অপ্রাসঙ্গিক” বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “বিরোধীরা কেন এত ভয় পাচ্ছেন তা স্পষ্ট নয়। বিরোধী দলনেতা এটিকে প্রতারণা বলছেন, কারণ এটি তাঁর অভ্যাস। এই সরকার যে প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে।” সংসদ বিষয়ক মন্ত্রী এম.বি. রাজেশ কেরল পিরভি দিবসে বিধানসভা বয়কট করার জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, “ইতিহাস তাদের চিরকাল বিচার করবে।”

অন্যদিকে, কেরল বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখর এই কৃতিত্বের দাবিকে “দরিদ্রদের উপহাস” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “সিপিএম সরকার শুধুমাত্র প্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।” চন্দ্রশেখর এপ্রিল ২০২৫ সালের বিশ্ব ব্যাঙ্কের একটি প্রতিবেদনের উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির ফলে গত ১০ বছরে প্রায় ২০ কোটি ভারতীয় চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন, যা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা, আবাস যোজনা, জল জীবন মিশন-এর মতো প্রকল্পের ফল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy