৬৩ রানের বড় জয়! জেজে স্মিথ ও ইরাসমাসের অর্ধশতরানের পর বল হাতে কামাল, আফ্রিকার ক্রিকেটে নতুন দিগন্ত নামিবিয়া!

টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপের জন্য ১৬তম দল হিসেবে যোগ্যতা অর্জন করল নামিবিয়া (Namibia)। দক্ষিণ-পশ্চিম আফ্রিকার এই দেশটি আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ার টুর্নামেন্টের সেমিফাইনালে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করল। নামিবিয়ার এই ধারাবাহিকতা আফ্রিকান ক্রিকেটের জন্য এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

টানা চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছে নামিবিয়া। এর আগে ২০২১ সালের বিশ্বকাপে তারা সুপার টুয়েলভে উঠে বিশ্বকে চমকে দিয়েছিল।

সেমিফাইনালে দাপুটে জয়
জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নামিবিয়া ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে।

ব্যাটিং: নামিবিয়ার জয়ের ভিত্তি গড়েন জেজে স্মিথ (৬১)* এবং অধিনায়ক গেরহার্ড ইরাসমাস (৫৫)।

বোলিং: জবাবে তানজানিয়ার দল মাত্র ১১১ রানে ৮ উইকেট হারিয়ে থেমে যায়। বল হাতে জেজে স্মিথ (১৬ রানে ৩ উইকেট) এবং বেন শিকোঙ্গো (২১ রানে ৩ উইকেট) দুর্দান্ত পারফর্ম করেন।

বিশ্বকাপের পথে অন্য দলগুলি
আফ্রিকা অঞ্চলের আরেকটি দল বিশ্বকাপের টিকিট পাবে। কেনিয়া ও জিম্বাবোয়ের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ থেকে যে দল জিতবে, তারাই হবে বিশ্বকাপগামী আফ্রিকার দ্বিতীয় দল।

অন্যদিকে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কোয়ালিফায়ার টুর্নামেন্ট ৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে। এই টুর্নামেন্ট থেকে আরও তিনটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

অংশগ্রহণকারী দলসমূহ
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়াও নামিবিয়ার আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালিও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ২০২২ সালে শ্রীলঙ্কাকে হারানোর মতো চমক দেওয়া নামিবিয়ার এই ধারাবাহিক পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাদের সম্পর্ককে আরও গভীর করেছে এবং আফ্রিকান ক্রিকেটের উন্নতিতে একটি ভালো বার্তা দিচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy