৬টি সোনার বার, ২টি বিস্কুট! অর্থের লোভে আড়াই কোটির সোনার চালান আনতে গিয়ে ধরা পড়ল ভারতীয় নাগরিক

ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও বড়সড় সাফল্য পেল সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে প্রায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার করল বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ঘটনায় এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে।

বিএসএফ সূত্রে খবর, নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে জওয়ানরা পেট্রাপোলে তল্লাশি অভিযান চালায়। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা একটি খালি ট্রাককে আটক করা হয়।

যেভাবে উদ্ধার হল ‘গুপ্তধন’
তল্লাশির সময় বিএসএফ কর্মীরা গাড়ির ভেতরে লুকিয়ে রাখা দুটি সবুজ প্যাকেট উদ্ধার করেন। প্যাকেট দু’টির ভিতর থেকে পাওয়া যায় মোট আটটি সোনার টুকরো। এর মধ্যে ছিল ৬টি সোনার বার ও ২টি সোনার বিস্কুট।

মোট ওজন: ১৯৭৪.৫৪০ গ্রাম

বাজারমূল্য (আনুমানিক): প্রায় ২ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার টাকা।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক স্বীকার করেছেন যে, অর্থের লোভে পড়েই তিনি এই সোনার চালান ভারতে আনতে রাজি হয়েছিলেন। উদ্ধার হওয়া সোনা, ট্রাক ও ধৃত ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য শুল্ক দফতর এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে তাদের নজরদারি ও সচেতনতা প্রচার জারি থাকবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy