৫৮ লক্ষ ছাপিয়ে গেল আনকালেক্টেড ফর্মের সংখ্যা, এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিনেও রাজ্যে বিপুল সংখ্যক ভোটার চিহ্নিত হলেন ‘আনকালেক্টেড’ হিসেবে।

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকার সংশোধন (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ‘আনকালেক্টেড’ ফর্ম সামনে আসায় রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিনেও আনকালেক্টেড ফর্মের সংখ্যা ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ ছাড়িয়ে গিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে ইতিমধ্যেই ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে এবং তার মধ্যে ৯৯.৯৬ শতাংশ ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে। তবে আনকালেক্টেড ফর্মের এই বিশাল বহর দেখেই খসড়া তালিকা থেকে কত নাম বাদ যেতে চলেছে, তা একপ্রকার চিহ্নিত হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

আনকালেক্টেড ফর্মের শ্রেণিবিভাগ

বৃহস্পতিবার সামনে আসা ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ ভোটারের বিস্তারিত শ্রেণিবিভাগ নিম্নরূপ:

বিভাগ সংখ্যা শতাংশ (প্রায়)
মৃত ভোটার ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯ ৪১.২৬%
এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন ৩৩.৮৭%
নিখোঁজ ভোটার ১২ লক্ষ ১ হাজার ৪৬২ ২০.৪৫%
ভুয়ো ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৫ ২.৩৪%
অন্যান্য ৫৭ হাজার ৫০৯ ০.৯৮%
মোট ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ ১০০%

বর্তমানে বাংলায় মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এখন দেখার ফাইনাল লিস্ট বের হওয়ার পর এই সংখ্যা কত দাঁড়ায়।

এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি

কিছুদিন আগেই বাংলা-সহ ১২ রাজ্যে এসআইআরের সময়সীমা বাড়ানো হয়েছিল।

  • বাংলায় পরিবর্তন: রাজ্যে খসড়া তালিকা প্রকাশের তারিখ ৯ ডিসেম্বর থেকে পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও ৭ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়েছে। তবে এবার নতুন করে ৫ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বাড়লেও, বাংলায় আর কোনও বদল হচ্ছে না

  • উত্তরপ্রদেশে ব্যাপক বাদ পড়ার আশঙ্কা: নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে ২ কোটি ৯১ লক্ষ নাম বাদ যেতে পারে। এই উত্তর প্রদেশেই ৩১ ডিসেম্বর খসড়া তালিকা বের হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy