৫৭ বছরের প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগ, ২৪ বছরের যুবককে গ্রেফতার করল পুলিশ

রাজ্য জুড়ে নারী নির্যাতন নিয়ে বিতর্কের মধ্যেই বাঁকুড়ায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় ৫৭ বছর বয়সী এক প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ নির্যাতিতাকে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ওই প্রৌঢ়া ছাগল চড়ানোর জন্য মাঠে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়েই প্রতিবেশী এক যুবক তাঁকে মাঠের ধারে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর থেকেই ওই প্রৌঢ়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল পড়ে যায়। সোমবার রাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

লিখিত অভিযোগের ভিত্তিতে ছাতনা থানার পুলিশ গ্রাম থেকেই অভিযুক্ত ২৪ বছর বয়সী যুবককে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, জেরায় অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকার করেছে। মঙ্গলবার তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।

এই ঘটনা আবারও রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এবং প্রশাসনকে দ্রুত এই ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy