“৫,৪০১টি শূন্যপদ থাকা সত্ত্বেও…?”-উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ বকেয়ায় হলফনামা তলব

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) আগামী ২২ আগস্টের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হলফনামায় বর্তমানে শূন্যপদের সঠিক সংখ্যা এবং অপেক্ষমাণ তালিকায় থাকা ১,২৪১ জন প্রার্থীর নিয়োগের বিষয়ে স্পষ্ট তথ্য দিতে বলা হয়েছে। একই সাথে, আদালত হলফনামার একটি কপি মামলাকারীর আইনজীবীকে সরবরাহ করার নির্দেশ দিয়েছে।

এসএসসি-এর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২৬ সেপ্টেম্বর, ২০২৪-এ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পর থেকে আট দফায় কাউন্সেলিং সম্পন্ন হয়েছে এবং অনেক প্রার্থীর নিয়োগের সুপারিশও করা হয়েছে। তবে, এখনো ১,২৪১ জন প্রার্থী অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। বর্তমানে ৫,৪০১টি শূন্যপদ থাকলেও বিষয়, মাধ্যম এবং লিঙ্গভিত্তিক শূন্যপদ ও অপেক্ষমাণ প্রার্থীদের মধ্যে মিল না থাকায় নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। এই সমস্যার সমাধানের জন্য এসএসসি শূন্যপদ রূপান্তরের একটি প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে।

আদালত এই অচলাবস্থা কাটানোর জন্য রাজ্যের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে। এই কারণে, মামলায় স্কুলশিক্ষা দপ্তরের প্রধান সচিব এবং স্কুলশিক্ষা কমিশনারকেও পক্ষ করা হয়েছে। হাইকোর্ট মনে করে, এসএসসি এবং রাজ্য উভয়কেই সমন্বয় রেখে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর প্যানেলের মেয়াদ শেষ হতে চলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy