“৫০ কোটি আমার বেতন!”-‘কুলি’র বাজেট ও পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন লোকেশ কানাগরাজ

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং পরিচালক লোকেশ কানাগরাজের আসন্ন ছবি ‘কুলি’র বাজেট ৩৫০-৪০০ কোটি টাকা নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে, রজনীকান্তের কথিত ১৫০ কোটি টাকা পারিশ্রমিক এবং পরিচালক লোকেশ কানাগরাজের ৫০ কোটি টাকা বেতন নিয়ে গুঞ্জন তুঙ্গে। এবার এই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন পরিচালক নিজেই।

পরিচালক লোকেশের পারিশ্রমিক নিশ্চিত
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিচালক লোকেশ কানাগরাজ তাঁর পারিশ্রমিক নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রজনীকান্ত স্যারের পারিশ্রমিক নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে আপনি যে ৫০ কোটি টাকার কথা বলেছেন তা আমার বেতন।”

নিজের পারিশ্রমিক বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে লোকেশ জানান, “আমার আগের ছবি ‘লিও’র কারণে এমনটা হয়েছে। ‘লিও’ ৬০০ কোটি টাকার বেশি আয় করেছে, তাই এখন আমি আগের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক পাচ্ছি।”

ত্যাগ ও দায়িত্ববোধ নিয়ে লোকেশ
নিজের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রসঙ্গে লোকেশ আরও বলেন, “আমি আমার ট্যাক্স পরিশোধ করি, আমার বন্ধুবান্ধব এবং পরিবারকে সাহায্য করতে সক্ষম। এই পর্যায়ে পৌঁছানোর জন্য আমি যে ত্যাগ স্বীকার করেছি তা নিয়ে আমার কোনও অভিযোগ নেই; আমার শেষ দু’বছর পুরোপুরি ‘কুলি’ তৈরিতে চলে গিয়েছিল এবং এটি আমার দায়িত্ব ছিল।”

ছবিটি ১০০০ কোটি টাকা আয় করার জন্য কোনো চাপ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বক্স অফিসের পরিসংখ্যান নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। তবে সেটা প্রযোজক, পরিচালক এবং অভিনেতার মাথা ব্যথা।”

লোকেশ কানাগরাজের এই মন্তব্য ‘কুলি’ ছবির বাজেট এবং সংশ্লিষ্টদের পারিশ্রমিক নিয়ে চলমান বিতর্ক কিছুটা হলেও প্রশমিত করবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, রজনীকান্ত ও লোকেশের এই জুটি বক্স অফিসে কেমন ঝড় তোলে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy