৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি! পুজো শেষে কোন কোন জেলায় জারি হয়েছে সতর্কতা? দেখে নিন সম্পূর্ণ পূর্বাভাস!

নবমীর রাত থেকেই আবহাওয়ার চরম পরিবর্তন শুরু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পুজোর শেষলগ্নে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দশমী (বৃহস্পতিবার) থেকে একাদশী (শুক্রবার) পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ঝড় ও বৃষ্টিতে ভাসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দশমী (বৃহস্পতিবার) ও একাদশীর (শুক্রবার) পূর্বাভাস
দুর্গাপূজার শেষ দু’দিন দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

দিন জেলা বৃষ্টির সতর্কতা বাতাসের গতিবেগ
দশমী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা উপকূল জেলাতে ৫০ কিমি/ঘণ্টা
কলকাতা ও হাওড়া ভারী বৃষ্টির কমলা সতর্কতা উপকূল সংলগ্ন জেলাতে ৩০-৪০ কিমি/ঘণ্টা
উত্তর ২৪ পরগনা, হুগলী, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ভারী বৃষ্টির আশঙ্কা
একাদশী পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দঃ ২৪ পরগনাতে ৫০ কিমি/ঘণ্টা
দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ ভারী বৃষ্টির আশঙ্কা বাকি উপকূল সংলগ্ন জেলাতে ৩০-৪০ কিমি/ঘণ্টা

Export to Sheets
উইকএন্ডে আবহাওয়া কেমন থাকবে?
শনিবার দ্বাদশী: বীরভূম ও মুর্শিদাবাদ জেলা-সহ উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

রবিবার (কার্নিভালের দিন): বৃষ্টির পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকালে কিছু এলাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা গেলেও, আংশিক মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি ভোগাতে পারে।

সোম এবং মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি-সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
১ অক্টোবর বুধবার থেকে ৪ অক্টোবর শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy