৫০০ টাকার নোটে এই নম্বর থাকলেই মুহূর্তেই লাখপতি হবেন আপনি, দেরি না করে দেখুন তো!

মানুষের অদ্ভুত সব শখ থাকে, আর তার জন্য তারা গাঁটের কড়ি খসাতেও পিছপা হন না। এমনই এক শখ হলো মুদ্রা সংগ্রহ। সম্প্রতি ৫০০ টাকার একটি বিশেষ নোটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। জানা যাচ্ছে, নির্দিষ্ট কিছু ক্রমিক সংখ্যার ৫০০ টাকার নোটের জন্য মুদ্রা সংগ্রাহকরা নাকি কয়েক লক্ষ টাকা পর্যন্ত দিতে প্রস্তুত!

ভাইরাল নোট ও ‘ভাগ্যবান’ ৭:

ইন্টারনেটে যে ৫০০ টাকার নোটের ছবি ভাইরাল হয়েছে, সেটির ক্রমিক নম্বর হলো ১ ডিএল ৭৭৭৭৭৭। অনেকেই ৭ সংখ্যাটিকে সৌভাগ্য বা শুভ বলে মনে করেন। এর মধ্যে অবশ্যই রয়েছেন মহেন্দ্র সিং ধোনির মতো ৭ নম্বর জার্সিধারী তারকার অগণিত ভক্তরা।

বিরল সংখ্যার নোটের চাহিদা তুঙ্গে:

শুধু ‘৭৭৭৭৭৭’ নয়, ‘৬৬৬৬৬৬’ বা ‘৯৯৯৯৯৯’-এর মতো ক্রমিক সংখ্যার নোটগুলিকেও অত্যন্ত বিরল বলে বিবেচনা করা হয়। অর্থনীতিতে যেমন চাহিদা বাড়লে এবং জোগান কমলে জিনিসের দাম বাড়ে, তেমনি এই ধরনের বিরল নোটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সংগ্রাহকদের মধ্যে এই নোটগুলির চাহিদা এতটাই বেশি যে, এগুলির দাম অনায়াসেই লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে।

অন্যান্য বিরল সংখ্যা:

এছাড়াও, যদি কোনও নোটের ক্রমিক নম্বর ‘১১১১১১’ বা ‘৫৫৫৫৫৫’ থাকে অথবা ‘১২৩৪৫৬’-এর মতো পর পর সাজানো সংখ্যা থাকে, তাহলে সেই নোটগুলিও অত্যন্ত দুর্লভ হিসেবে বিবেচিত হয়। বিরলতার মাপকাঠিতে এই ধরনের নোটের দামও চাহিদা অনুযায়ী হু হু করে বাড়তে থাকে।

সুতরাং, আপনার মানিব্যাগে থাকা ৫০০ টাকার নোটটি একবার বের করে দেখে নিতে পারেন, কে জানে, হয়তো আপনার কাছেই রয়েছে লক্ষাধিক টাকা মূল্যের কোনও গুপ্তধন!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy