৪ জনের মৃত্যুতে জাতীয় সড়ক স্তব্ধ! পথ সম্প্রসারণ ও বাতির দাবিতে অবরোধ, দীর্ঘ আলোচনার পর নিয়ন্ত্রণে এল পরিস্থিতি

দুর্গাপূজার দশমীর দিনেই পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল চারজনের। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনার পরই শুক্রবার মৃতদের দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও স্থানীয় লোকজন। এর জেরে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি মহকুমার পুলিশ আধিকারিক, আইসি (IC)-সহ বিশাল পুলিশ বাহিনী।

দ্রুতগতির গাড়ির ধাক্কায় ৪ জনের মৃত্যু:
বৃহস্পতিবার সন্ধ্যায় এশিয়ান হাইওয়ের পাশে একটি দোকানের সামনে প্রায় ১০-১২ জন স্থানীয় বাসিন্দা আড্ডা দিচ্ছিলেন। সেই সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ঢুকে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রথমে তিনজনের মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ায় চারজনে। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। দশমীর আনন্দের মাঝেই এই ঘটনায় গোটা ধূপগুড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

অবরোধকারীদের দাবি ও হুঁশিয়ারি:
সকাল থেকে পথ অবরোধ করে থাকা বিক্ষোভকারীরা মূলত তিনটি দাবি তোলেন:

দুর্ঘটনাস্থল অর্থাৎ রাস্তার সম্প্রসারণ করতে হবে।

এলাকায় পথ বাতির ব্যবস্থা করতে হবে।

স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ কর্মী মোতায়েন করতে হবে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন যে, যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ তারা পথ অবরোধ চালিয়ে যাবেন। তবে দীর্ঘক্ষণ ধরে পুলিশের পক্ষ থেকে আলোচনা ও আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তুলতে রাজি হন এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy