বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর মাত্র ২৪ বছর বয়সে, তাঁর কর্মজীবনের শীর্ষে থাকাকালীন ক্রিকেটার মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেছিলেন। তাঁদের প্রেমকাহিনিতে ছিল এক রূপকথার ছোঁয়া।
কিছুদিন প্রেম করার পর যখন মনসুর শর্মিলাকে বিয়ের প্রস্তাব দেন, তখন শর্মিলা মজার ছলে একটি শর্ত দেন: যদি মনসুর তাঁর পরের ম্যাচে তিনটি ছক্কা মারতে পারেন, তবেই তিনি ‘হ্যাঁ’ বলবেন। মনসুর প্রথমে হেসে উড়িয়ে দিলেও, তিনি চ্যালেঞ্জটি গুরুত্ব সহকারে নেন—এবং মাঠে ঠিক সেটাই করে দেখান।
তাঁদের সম্পর্কের এই চঞ্চলতা বিয়ের পরেও বজায় ছিল। জানা যায়, শর্মিলা তাঁর স্বামী মনসুরের চেয়ে সামান্য আগে ঘুম থেকে উঠতেন শুধু মেকআপ করার জন্য। তিনি নিশ্চিত করতেন যে মনসুর ঘুম থেকে উঠে যেন সেই ‘শর্মিলা ঠাকুর’-কেই দেখেন! এইভাবেই ভালোবাসা আর খুনসুটিতে ভরা ছিল এই তারকা দম্পতির জীবন।