১৯৯০ সালের রাওয়ালপোরা জঙ্গি হামলার মামলায় এক ঐতিহাসিক মোড় এল। জম্মুর বিশেষ টাডা (TADA) আদালতে একাধিক প্রত্যক্ষদর্শী জেবিএলএফ (JKLF) প্রধান ইয়াসিন মালিককে মূল শুটার হিসেবে শনাক্ত করেছেন। এই নৃশংস হামলায় চারজন ভারতীয় বিমানবাহিনী কর্মী নিহত হয়েছিলেন, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন স্কোয়াড্রন লিডার রবি খান্না। দীর্ঘ ৩৫ বছর পর এই সাক্ষ্যপ্রদান ন্যায়ের পথে এক বিশাল মাইলফলক বলে মনে করা হচ্ছে।
আদালতে সাক্ষীরা জানান, ১৯৯০ সালের ২৫ জানুয়ারি সকালে শ্রীনগরে যখন বিমানবাহিনীর কর্মীরা বাসের জন্য অপেক্ষা করছিলেন, তখন মালিকের নেতৃত্বে জঙ্গিরা অতর্কিত হানা দেয়। শহিদ রবি খান্নার স্ত্রী নির্মল খান্না সেই দিনের বিভীষিকা স্মরণ করে জানিয়েছেন, মালিক নিজে রাস্তা জিজ্ঞাসা করার অছিলায় কাছে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছিলেন। বর্তমানে তিহার জেলে বন্দি ইয়াসিন মালিক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপস্থিত ছিলেন। প্রসিকিউশন পক্ষ এখন মালিকের সর্বোচ্চ শাস্তির দাবি তুলছে। কাশ্মীরে সন্ত্রাসবাদের শুরুর সেই রক্তাক্ত অধ্যায়ের বিচার এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।