অবশেষে স্বস্তি। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রইল। এই রায়ে নিয়োগ বাতিলের পূর্ববর্তী নির্দেশ খারিজ হয়ে গেল।
আদালতের মানবিক পর্যবেক্ষণ:
চাকরি বহালের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতিরা বলেন, “যাঁরা দীর্ঘ ৯ বছর ধরে কাজ করছেন, তাঁদের পরিবারের কথাও ভাবতে হবে। যাঁরা সফল হননি, তাঁদের জন্য সব ড্যামেজ করা যায় না।” অর্থাৎ, দীর্ঘদিনের চাকরি এবং তার সঙ্গে যুক্ত মানবিক দিকটিকেই গুরুত্ব দিল ডিভিশন বেঞ্চ।
শিক্ষকদের উচ্ছ্বাস:
চাকরি বহালের রায় বেরোতেই হাইকোর্ট চত্বরে শিক্ষকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা একে অপরের গায়ে আবির মাখিয়ে ‘সত্যের জয়’ উদযাপন করেন। এক শিক্ষিকা জানান, “অভিযোগের একটা কিছু বের করতে পারেনি। এমনকী সিবিআইও পারেনি। এটা আমাদের সত্যের জয়।” শিক্ষকরা মনে করছেন, এতদিন ধরে যে আইনি লড়াই তাঁরা চালিয়ে যাচ্ছিলেন, আজ তার ফল পেলেন।