২০২৫ বিদায় নিতে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। নতুন বছরের আগমনের সাথেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মনে উৎসাহের পারদ চড়ছে। কারণ, আগামী ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) লাগু হতে চলেছে। এই নতুন পে কমিশন কার্যকর হলে কর্মীদের মূল বেতন, মহার্ঘ্য ভাতা (DA) এবং অন্যান্য সুযোগ-সুবিধায় আমূল পরিবর্তন আসবে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সুপারিশ জমা পড়েনি, তবে বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী একটি খসড়া চিত্র সামনে এসেছে।
কতটা বাড়বে আপনার বেতন? অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হলে বেতন ঠিক কতটা বাড়বে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ‘কর্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনস’-এর এমডি প্রতীক বৈদ্যের মতে, ষষ্ঠ বেতন কমিশনে ৪০% এবং সপ্তম বেতন কমিশনে প্রায় ২৫-৩০% বেতন বৃদ্ধি হয়েছিল। সেই ধারা বজায় থাকলে অষ্টম বেতন কমিশনে বেতন ২০% থেকে ৩৫% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে ‘ফিটমেন্ট ফ্যাক্টরের’ ওপর, যা ২.৪ থেকে ৩ পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
DA ও DR-এ বড় বদল: নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার সাথে সাথে মহার্ঘ্য ভাতা বা DA মূল বেতনের সাথে মিশিয়ে দেওয়া হতে পারে। ২০২৬ সালের মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে নতুন করে DA গণনা করা হবে। এর ফলে কর্মীদের ‘টেক হোম স্যালারি’ বা হাতে পাওয়া বেতনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পেনশনভোগীদের ক্ষেত্রেও মহার্ঘ্য ত্রাণ বা DR একই নিয়মে পুনর্গঠিত হবে।
বকেয়া এরিয়ার এবং টাকা পাওয়ার সময়: অনেকের মনেই প্রশ্ন, ১ জানুয়ারি থেকেই কি বর্ধিত বেতন অ্যাকাউন্টে ঢুকবে? বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম অনুযায়ী বর্ধিত বেতন ১ জানুয়ারি ২০২৬ থেকেই গণনা করা হবে। তবে কমিশনের সুপারিশ ও মন্ত্রিসভার অনুমোদনের জন্য কয়েক মাস সময় লাগতে পারে। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রেও দেখা গিয়েছিল, ২০১৬-র জানুয়ারিতে কার্যকর হলেও টাকা হাতে এসেছিল সেই বছরের জুন মাসের পর। অর্থাৎ, বেতন বাড়তে দেরি হলেও বকেয়া বা এরিয়ার হিসেবে এককালীন মোটা টাকা পাওয়ার সুযোগ থাকছে সরকারি কর্মীদের সামনে।