“৩১ মার্চের মধ্যে ২৫ হাজার চাকরি!”-বাঁকুড়ায় দাঁড়িয়ে বিরাট ‘ডেডলাইন’ দিলেন অভিষেক

লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচন? নাকি তার আগে সাংগঠনিক শক্তি ঝালিয়ে নেওয়া? শনিবার বাঁকুড়ার শালতোড়া থেকে কর্মসংস্থান ও শিল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১শে মার্চের মধ্যে শালতোড়ায় বন্ধ হয়ে থাকা পাথর খাদান ও ক্র্যাশারগুলি চালুর মাধ্যমে ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের গ্যারান্টি দিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা, দু’মাসেই খুলবে ভাগ্য! এদিন জনসভা থেকে অভিষেক দাবি করেন, গত দু’মাস ধরে তিনি ব্যক্তিগতভাবে শালতোড়ার পাথর শিল্প নিয়ে কাজ করছেন। তিনি বলেন, “আগামী দু’মাসের মধ্যেই শালতোড়ায় সবকটি পাথর খাদান এবং ক্র্যাশারের কাজ ফের শুরু হয়ে যাবে। এখানে প্রায় ১৩৩ হেক্টর সরকারি জমিতে ১৮টি মাইন রয়েছে। এগুলি চালু হলেই কমপক্ষে ২৫ হাজার মানুষের রুটিরুজির সংস্থান হবে।” অভিষেক আরও যোগ করেন, “সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ইতিমধেই আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ৩১ মার্চের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হয়।”

বিজেপি ও কেন্দ্রীয় সংস্থাকে তীব্র আক্রমণ খনি সংক্রান্ত অনুমতি নিয়ে কেন্দ্রকে একহাত নেন অভিষেক। তাঁর অভিযোগ, ডিরেক্টর জেনারেল অফ মাইনিং সেফটি (DGMS)-এর ছাড়পত্র পেতে গেলে দিনের পর দিন লড়তে হয়, এমনকি লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় বলেও বিস্ফোরক দাবি করেন তিনি। শালতোড়ার বিধায়ক ও বাঁকুড়ার প্রাক্তন সাংসদ বিজেপির হওয়া সত্ত্বেও কেন তাঁরা কাজ করতে পারেননি, তা নিয়ে প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

টার্গেট ১২-০: ‘ডাবল সিক্স’ মারার ডাক শুধুমাত্র উন্নয়ন নয়, রাজনৈতিকভাবেও এদিন বিজেপিকে কোণঠাসা করার ডাক দেন অভিষেক। তিনি পরিসংখ্যান দিয়ে মনে করিয়ে দেন, ২০২১-এ বাঁকুড়ায় তৃণমূল ৪টি আসন পেলেও ২০২৪-এর লোকসভায় তা বেড়ে ৬ হয়েছে। এখন বিজেপি ও তৃণমূল ৬-৬ অবস্থানে রয়েছে। অভিষেকের হুঙ্কার, “বিষ্ণুপুর এবং বাঁকুড়া লোকসভা— এই দু’জায়গাতেই ছক্কা মারতে হবে। ফলাফল হতে হবে তৃণমূলের পক্ষে ১২-০।”

কথা দিয়ে কথা রাখাই তৃণমূল! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিশাল কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাঁকুড়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একদিকে কর্মসংস্থানের কার্ড, অন্যদিকে বিজেপির দুর্গে ফাটল ধরানো— এই জোড়া ফলায় কতটা সফল হবে ঘাসফুল শিবির, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy