৩১ জানুয়ারি কসবা বিধানসভায় হাজিরার নির্দেশ! ভোটার তালিকা সংশোধন নিয়ে বড় বিপাকে মিমি চক্রবর্তী?

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে বাড়ছে উত্তাপ। সম্প্রতি নোবেলজয়ী অমর্ত্য সেন এবং তৃণমূল সাংসদ দেবের পর এবার নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হলো টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী-কে। আগামী ৩১ জানুয়ারি তাঁকে নির্দিষ্ট নথিপত্র নিয়ে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

কেন ডাক পেলেন মিমি?

২০২৬-এর নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়া শুরু করেছে। এতে ভোটারদের নাম, ঠিকানা এবং পারিবারিক তথ্যে কোনো অসামঞ্জস্য (Logical Discrepancy) থাকলে তাঁদের সরাসরি শুনানির জন্য ডাকা হচ্ছে। মিমি চক্রবর্তী তাঁর নির্বাচনী এলাকা কসবা বিধানসভা কেন্দ্র থেকেই এই নোটিশ পেয়েছেন।

“নথি নিয়ে অবশ্যই যাব”: মিমি

নোটিশ পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মিমি জানান:

  • “হ্যাঁ, আমার কাছে এসআইআর-এর নোটিশ এসেছে। আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ৩১ জানুয়ারি অবশ্যই শুনানিতে যাব।”

  • নিজের কেন্দ্র কসবায় প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে হাজির থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

তারেকাদের কেন টার্গেট?

শুধু মিমি নন, এই প্রক্রিয়ায় এর আগে অভিনেতা দেব এবং সৌমিতৃষাকেও নোটিশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম নিয়ে প্রশ্ন উঠেছে, যার মধ্যে বাদ যাননি হেভিওয়েট তারকারাও। মিমি চক্রবর্তী ২০১৯ সালে যাদবপুর থেকে রেকর্ড ভোটে জিতে সাংসদ হলেও, বর্তমানে তিনি সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে। সম্প্রতি তাঁর অভিনীত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পেয়েছে এবং তিনি এখন সৃজনশীল কাজে বেশি ব্যস্ত।

তবে নির্বাচনের আগে ভোটার তালিকায় নিজের নাম সুরক্ষিত করতে টলিউড সুন্দরীর এই হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy