অনেকেই হয়তো রিপ ভ্যান উইঙ্কল বা কার্ল কার্ৎজের গল্পের কথা মনে করতে পারেন, যাঁরা বহু বছর ধরে একটানা ঘুমিয়ে ছিলেন। তবে, রোমানিয়ার এক কৃষকের ক্ষেত্রে যা ঘটল, তা যেন সেই কল্পকাহিনীকেও হার মানাবে! ১৯৯১ সালে পূর্ব রোমানিয়ার বাকাউ অঞ্চলের ৬৩ বছর বয়সী কৃষক ভাসিল গর্গস গবাদি পশুর দেখাশোনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি পরিবারকে জানিয়েছিলেন, এক-দু’দিনের মধ্যেই ফিরে আসবেন। ট্রেনের টিকিটও কেটেছিলেন। কিন্তু তারপর হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যান।
পুলিশ ও গ্রামবাসীরা দীর্ঘ ৩০ বছর ধরে তাঁর খোঁজ চালিয়েও কোনও হদিশ পায়নি। পরিবারও ধীরে ধীরে আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু অলৌকিক ঘটনা ঘটল ২০২১ সালের ২৯ অগাস্ট সন্ধ্যায়।
একটি গাড়ি এসে থামে ভাসিলের বাড়ির সামনে, আর গাড়ি থেকে বেরিয়ে আসেন স্বয়ং ভাসিল গর্গস! সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, তাঁর পরনে ছিল ১৯৯১ সালে বাড়ি থেকে বের হওয়ার সময়কার সেই পুরনো পোশাক। পকেটে পাওয়া যায় সেই তিন দশকের পুরনো, অব্যবহৃত ট্রেনের টিকিটটিও।
পরিবার যখন তাঁকে এত বছর নিখোঁজ থাকার কারণ জিজ্ঞাসা করে, তখন ভাসিলের সহজ উত্তর, “আমি বাড়িতেই ছিলাম।” বিস্ময়করভাবে, ৩০ বছর পর ৯৩ বছর বয়সেও তাঁর চেহারায় বয়সের ছাপ খুবই কম ছিল।
ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, তিনি শারীরিক দিক থেকে সুস্থ আছেন, তবে স্মৃতিশক্তির সমস্যা রয়েছে। তিনি ১৯৯১ সালের আগের সব ঘটনা মনে করতে পারলেও, মাঝের ৩০ বছরের কোনও কিছুই মনে করতে পারছেন না। তাঁর কাছে এই ৩০ বছর যেন সম্পূর্ণ অন্ধকার।
ভাসিল গর্গসের হঠাৎ ফিরে আসা তাঁর পরিবার ও প্রতিবেশীদের অবাক করে দিয়েছে, অনেকে কিছুটা ভয়ও পেয়েছেন। তাঁকে যে গাড়িতে আনা হয়েছিল, সেটি দ্রুত চলে যাওয়ায় কেউ তার নম্বর প্লেট দেখতে পায়নি। এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন টাইম ট্রাভেল এবং প্যারালাল ওয়ার্ল্ডের মতো নানা তত্ত্বের জন্ম হয়েছে। তবে, ভাসিল গর্গসের সঙ্গে আসলে কী ঘটেছিল, সেই রহস্য আজও অজানাই রয়ে গেল।