২৬ ডিসেম্বরে ১০ হাজার বিএলএ-র মেগা ক্লাস! এসআইআর পর্বে ভুলচুক রুখতে সরাসরি ময়দানে নামছেন অভিষেক

তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় কড়া নজরদারি চালাতে বড় পদক্ষেপ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ ডিসেম্বর দলের অন্তত ১০,০০০ বুথ লেভেল এজেন্ট (BLA)-দের নিয়ে এক মেগা ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠক থেকে মূলত বিএলএ-দের কাজের অগ্রগতির খতিয়ান নেবেন তিনি।

সূত্রের খবর, ভোটার তালিকা থেকে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে এবং তালিকায় কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতেই এই জরুরি তলব। এর আগে গত ২২ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ৪০টি বিধানসভার বিএলএ-দের নিয়ে একটি বৈঠক করেছিলেন। কিন্তু অভিষেকের এই ভার্চুয়াল সভা অনেক বেশি ব্যাপক হতে চলেছে। তিনি খতিয়ে দেখতে চান, বিএলও-দের সঙ্গে বাড়ি বাড়ি যাওয়ার কাজে এজেন্টদের কোনও খামতি রয়েছে কি না। যদি কোনও এলাকায় কাজে গাফিলতি ধরা পড়ে, তবে এই বৈঠক থেকেই কড়া বার্তা দিতে পারেন অভিষেক। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিএলএ-দের এই ‘পারফরম্যান্স অডিট’ তৃণমূলের নির্বাচনী কৌশলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy