ভারী বর্ষণের কারণে ফের জলমগ্ন ঘাটাল, আর এই জল-যন্ত্রণাকে কেন্দ্র করে এবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘাটালে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে ব্যর্থতার জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করেছিলেন এবং রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে বলে ঘোষণা করেছিলেন। এই ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ঘাটালের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক জনসভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পৃথিবীর সর্বোশ্রেষ্ঠ মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন। তিনি বলেন, “আজ আমি এই কথার উত্তর দিতে এসেছি।” এরপর তিনি সরাসরি ঘাটালে মানুষের সামনে প্রতিশ্রুতি দেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে, তবে তারাই এই দীর্ঘ প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে।
শুভেন্দু বলেন, “৩৪ বছর সিপিএম এই কাজ করেনি, ১৪ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ও করেনি। ২০২৬-এ বিজেপিকে আনুন। কেলেঘাই, কপালেশ্বরীর মতো গুরুত্বপূর্ণ নদীগুলো যুক্ত করে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ বিজেপিই করবে।” এর মাধ্যমে তিনি কার্যত বামফ্রন্ট এবং তৃণমূল, উভয় সরকারকেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করলেন।
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কারণ, ঘাটালের জল সমস্যার সমাধান একটি দীর্ঘদিনের দাবি এবং এই সমস্যাকে কেন্দ্র করে উভয় পক্ষই নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটি আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।