আলমারির লকার থেকে উধাও ২১ লক্ষ টাকা! আর সেই টাকা নাকি উড়ছে শহরের নামী পিৎজার দোকানে, ছেলের পেছনে! এমনই এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পূর্ব বর্ধমানের কালনা। পরিবারের অভিযোগ, ছেলেকে ভয় দেখিয়ে এলাকারই কিছু লোক এই বিশাল অঙ্কের টাকা হাতানোর পেছনে জড়িত।
কালনার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার এক পরিবার সম্প্রতি একটি বাড়ি বিক্রি করে তাদের সঞ্চয়ের প্রায় ২৫ লক্ষেরও বেশি টাকা আলমারির লকারে রেখেছিলেন। মঙ্গলবার পরিবারের সদস্যরা লকার খুলতেই দেখেন, সেখানে ২১ লক্ষ টাকা অনুপস্থিত। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।
পরিবারের দাবি, তাদের নাবালক ছেলে প্রতিদিন কালনা শহরের একটি নামী পিৎজার দোকানে গিয়ে দু-তিন হাজার টাকা খরচ করত। এমনকি দোকানের উপরের অংশও সে বুক করে নিত বলে অভিযোগ। কিন্তু ২১ লক্ষ টাকার পিৎজা একসঙ্গে খাওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছেন পরিবারের সদস্যরা। তাদের দৃঢ় বিশ্বাস, এর পেছনে স্থানীয় এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধন রয়েছে, যারা ছেলের মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। তাদের অঙ্গুলিহেলনেই এই পুরো ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।
ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ তদন্তে নেমেছে। ইতিমধ্যে ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কালনা থানার পুলিশ। যদিও একসঙ্গে এত বড় অঙ্কের টাকা বাড়িতে লকারে রাখার বিষয়টি তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে।
শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা কালনা থানার সামনেও ভিড় করেন। ২১ লক্ষ টাকা হারানো ওই পরিবার এই ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালনা থানার দ্বারস্থ হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।