২০১১ সালের ২০ মে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। এবার আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নবান্ন থেকে তাঁর সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রীকে প্রায়শই পূর্বতন বাম সরকারের বিশাল ঋণের বোঝা বহন করার কথা বলতে শোনা গিয়েছে। সেই আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি অব্যাহত রয়েছে। তৃণমূলের বিভিন্ন প্রচারে সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির কথা জোরের সঙ্গে তুলে ধরা হয়, যার মধ্যে ‘লক্ষ্মীর ভান্ডার’ (কন্যাশ্রী, রূপশ্রীর পাশাপাশি) সহ মহিলাদের জন্য একাধিক প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য।
মুখ্যমন্ত্রীর এই রিপোর্ট প্রকাশের সময় ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। বিশেষ করে, রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডার-এর মতো প্রকল্পগুলি কীভাবে সফলভাবে কার্যকর করা হয়েছে এবং আগামী দিনের উন্নয়নের কী রূপরেখা তুলে ধরা হবে, সেই দিকেই নজর রয়েছে সকলের। মনে করা হচ্ছে, এই রিপোর্ট কার্ডটিই হবে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারের প্রধান হাতিয়ার।