১৭ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি, ইডি-র তলব পেলেন রিলায়েন্সের অনিল আম্বানি

রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অনিল আম্বানিকে এবার ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৫ই আগস্ট তাঁকে নয়াদিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা শিল্পমহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সম্প্রতি, ইডি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সাথে যুক্ত বেশ কয়েকটি কোম্পানির দফতরে অভিযান চালায়। ঋণ জালিয়াতির অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি চালানো হয়েছিল। মুম্বইয়ের একাধিক অফিস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতেও অভিযান চলে।

তদন্তকারীরা অভিযোগ করেছেন যে, কোম্পানি বড় অঙ্কের ঋণ নিলেও, সেটি ব্যবসায়িক খাতে ব্যয় না করে অন্য খাতে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে যথাযথ হিসেবের অভাবে বড় ধরনের আর্থিক গরমিল ধরা পড়েছে।

এসবিআই কর্তৃক ‘উইলফুল ডিফল্টার’ ঘোষণা:

উল্লেখ্য, গত মাসের শুরুতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) অনিল আম্বানিকে ‘উইলফুল ডিফল্টার’ বা ইচ্ছাকৃত ঋণখেলাপি ঘোষণা করেছে। ডিসেম্বর ২০২৩, মার্চ ২০২৪ এবং সেপ্টেম্বর ২০২৪— এই তিনটি সময়ে এসবিআই রিলায়েন্স কমিউনিকেশন্সের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে প্রাপ্ত জবাব পরীক্ষা করে ব্যাঙ্ক জানায় যে, ঋণের শর্তাবলী যথাযথভাবে মানা হয়নি এবং ঋণ-অ্যাকাউন্টের লেনদেনে বহু অসঙ্গতি ধরা পড়েছে।

তদন্তের অগ্রগতি:

ইডি-র দফতর থেকে একাধিক নথি ও অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে। তল্লাশি অভিযানে বহু কম্পিউটার হার্ডড্রাইভ, ফাইল ও ইমেল তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। অভিযানের সময় কিছু আর্থিক পরামর্শদাতাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে যে সব নথি উদ্ধার হয়েছে, সেগুলি খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই তদন্তে আরও কয়েকটি কোম্পানি বা ব্যক্তির নাম উঠে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনিল আম্বানির হাজিরা এবং পরবর্তী তদন্তের ফলাফলের দিকে এখন সকলের নজর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy