১৪ ফেব্রুয়ারি থেকে ISL শুরু, তার আগেই নাম বিভ্রাট! মনসুখ মাণ্ডব্যকে যোগ্য জবাব দিলেন মুখ্যমন্ত্রী

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। ফুটবলপ্রেমীদের জন্য এই সুখবর থাকলেও, বিতর্কের কেন্দ্রে এখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সম্প্রতি ক্লাবগুলোর সঙ্গে একটি বৈঠকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মতো শতাব্দীপ্রাচীন ক্লাবের নাম ভুল উচ্চারণ করে নেটপাড়ায় হাসির খোরাক হয়েছেন তিনি। আর এই ইস্যুতেই এবার সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে রীতিমতো কটাক্ষের সুরে বিঁধলেন। মমতা বলেন, “আমার বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন থাকবে কলকাতার তিন ক্লাবের প্রতি—যাদের নাম দিল্লির ক্রীড়ামন্ত্রী ঠিকভাবে উচ্চারণ পর্যন্ত করতে পারেন না। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।” শুধু বাংলার তিন ক্লাবই নয়, মুখ্যমন্ত্রী এবারের আইএসএল-এ অংশগ্রহণকারী ১৪টি দলের সবকটিকেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে ক্রীড়ামন্ত্রীর এই ‘অজ্ঞতা’ নিয়ে তাঁর শ্লেষাত্মক মন্তব্য এখন রাজ্য রাজনীতির হট টপিক।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উপস্থিতিতে ফেডারেশন ও ক্লাবগুলোর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি থেকে ফুটবল যুদ্ধ শুরু হবে। কিন্তু বৈঠকের একটি ভিডিও ভাইরাল হতেই বিতর্ক ছড়ায়। দেখা যায়, কাগজ দেখেও বাংলার দুই ঐতিহ্যবাহী ক্লাবের নাম ঠিকমতো পড়তে পারছেন না কেন্দ্রীয় মন্ত্রী।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল কর্তৃপক্ষও। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস হতাশ হয়ে বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। দিল্লির শাসকরা বরাবরই বাংলার মনীষীদের নাম কিংবা ক্লাবের নাম ভুল উচ্চারণ করেন। ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই দুই ক্লাব। একজন ক্রীড়ামন্ত্রীর থেকে এটা আশা করা যায় না।” অন্যদিকে, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারও জানিয়েছেন, সমর্থকরা এই অপমানের বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকি কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যও দুঃখ প্রকাশ করে বলেন, “মন্ত্রী ফুটবল সম্পর্কে আগ্রহী হলে এই ভুল হতো না। দিল্লিতেও এই দুই ক্লাবের নাম অত্যন্ত পরিচিত।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy