দীর্ঘ আইনি জটিলতা এবং হাজারো টালবাহানার অবসান ঘটিয়ে আজ, বুধবার সন্ধ্যাতেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা (Merit List) প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কমিশনের বেঁধে দেওয়া ২১ জানুয়ারির ডেডলাইন মেনেই এই তালিকা প্রকাশিত হচ্ছে। জানা গিয়েছে, এই তালিকায় প্রায় ১৮ হাজার ৫০০ জন প্রার্থীর নাম থাকতে পারে, যার মধ্যে সরাসরি চাকরি পাবেন প্রায় ১২ হাজার যোগ্য প্রার্থী।
নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মরিয়া রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ অগাস্টের মধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও, সামনেই নির্বাচন। আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই ১২ হাজার শূন্যপদ পূরণ করতে চায় কমিশন। আজকের তালিকায় নাম থাকা প্রার্থীদের দ্রুত কাউন্সেলিংয়ে ডাকা হবে। সেখানে স্কুলের পছন্দের ভিত্তিতে সুপারিশ পত্র ইস্যু করবে এসএসসি এবং তার ভিত্তিতেই মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ পত্র প্রদান করবে।
উল্লেখ্য, অতীতে ২৬ হাজার চাকরি বাতিল এবং ওএমআর জালিয়াতির ছায়া কাটিয়ে এই নতুন তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে কমিশন। তথ্য ভুল থাকা এবং ‘দাগী’ হওয়ার কারণে ভেরিফিকেশন পর্বেই প্রায় ১ হাজার প্রার্থীর নাম বাদ দেওয়া হয়েছে। এখন মেধা তালিকায় নাম থাকা কয়েক হাজার চাকরিপ্রার্থী সরাসরি নিয়োগের আলো দেখবেন, বাকিরা থাকবেন ওয়েটিং লিস্টে। আজ সন্ধ্যা থেকেই প্রার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট ও র্যাঙ্ক দেখতে পারবেন।