জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস রমজানের আগেই দেশের জাতীয় নির্বাচন শেষ করার যে আভাস দিয়েছিলেন, অবশেষে সেই প্রতিশ্রুতিকে মাথায় রেখেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনের নির্ঘণ্ট
-
ভোট গ্রহণের দিন: আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোটগ্রহণ পর্ব আয়োজিত হবে।
-
সময়: ভোটগ্রহণ চলবে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত। নির্বাচনটি এক দফাতেই আয়োজিত হবে।
মনোনয়ন ও প্রচারের সময়সূচী
বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্বাচন উপলক্ষে মনোনয়ন এবং প্রচারের তারিখও জানিয়েছে:
| পর্ব | সময়সীমা |
| মনোনয়ন দাখিল | ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত |
| মনোনয়ন গ্রহণ/বাতিল | ২০ জানুয়ারি |
| প্রতীক বরাদ্দ | ২১ জানুয়ারি |
| প্রচার কাজ শুরু | ২২ জানুয়ারি থেকে |
ইতিহাসে প্রথম: নির্বাচন ও গণভোট একই দিনে
জাতীয় নির্বাচনের দিনেই বাংলাদেশে গণভোটও আয়োজিত হবে, যা দেশটির ইতিহাসে এই প্রথম। এর জন্য আলাদা ব্যালটের ব্যবস্থা করা হয়েছে:
-
জাতীয় নির্বাচন: সাদা ব্যালট।
-
গণভোট: গোলাপি ব্যালট।
মহম্মদ ইউনূসের প্রতিক্রিয়া
নির্বাচন ও গণভোট ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো এবং এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলেই মত তাঁর।
ইউনূস বলেন:
“এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে।”