দীর্ঘ এক দশক ধরে চলা সিঙ্গুর মামলায় অবশেষে বড়সড় স্বস্তি পেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সিঙ্গুরে জমি অধিগ্রহণের বদলে যারা সরকারের থেকে ক্ষতিপূরণ গ্রহণ করেছেন এবং মামলা চলাকালীন কোনোভাবে এর সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁদের ক্ষেত্রে ২০১৬ সালের জমি ফেরতের নির্দেশ প্রযোজ্য হবে না।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এই রায়ের ফলে রাজ্য সরকারের পক্ষে এক বিশাল আইনি জয় এলো।
ক্ষতিপূরণ নেওয়াদের নির্দেশ প্রযোজ্য নয়:
বাম আমলে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়েছিল। সেই অধিগ্রহণের তালিকায় মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেডের প্রায় ২৮ বিঘা জমি ও কারখানা ছিল। জমি ও কারখানার বিনিময়ে ওই সংস্থা সরকারের থেকে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণও গ্রহণ করে।
পরবর্তীকালে, টাটাদের কারখানা না হওয়ার পর ২০১৬ সালে কলকাতা হাইকোর্ট জমি হারাদের জমি ফেরতের নির্দেশ দেয়। এই নির্দেশের ভিত্তিতে ক্ষতিপূরণ গ্রহণকারী ওই সংস্থাও তাদের ২৮ বিঘা জমি ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে।
সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে সমস্ত সংস্থা বা ব্যক্তিরা জমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেছেন, তাঁদের ক্ষেত্রে জমি ফেরতের হাইকোর্টের নির্দেশ কার্যকর হবে না। সিঙ্গুরের এই টানাপোড়েনের মামলায় সুপ্রিম কোর্টের এই রায় রাজ্য সরকারের অবস্থানকে আরও মজবুত করল।