‘হি ম্যান’ ধর্মেন্দ্রর জীবনাবসান! শোকস্তব্ধ বলিউড-বাংলা, ঋতুপর্ণা বললেন, ‘ইন্ডাস্ট্রির পিলার ছিলেন’!

ভারতীয় বিনোদন দুনিয়ার ‘হি ম্যান’ ও ‘শোলে’ ছবির জনপ্রিয় ‘বীরু’ ধর্মেন্দ্রর প্রয়াণে আজ শোকস্তব্ধ বাংলা বিনোদন দুনিয়া। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি ইটিভি ভারতকে বলেন, “ধর্মেন্দ্র জি ইন্ডাস্ট্রির পিলার। উনি অনেক বড় মাপের একজন অভিনেতা এবং দারুণ একজন এন্টারটেনার ছিলেন।”

ঋতুপর্ণা তাঁর কমিক টাইমিংসের প্রশংসা করে বলেন, “ওঁর কমিক টাইমিংস ছিল সুপার। চোখ সরানো যেত না।”

হেমা মালিনীর বাড়িতে প্রথম সাক্ষাৎ

অভিনেত্রী স্মৃতিচারণা করে বলেন যে, একবার তিনি হেমা মালিনীর সঙ্গে ‘মোহিনী’ নামে একটি কাজ করেছিলেন। তখন হেমা মালিনীই তাঁদের বাড়িতে ঋতুপর্ণাকে ধর্মেন্দ্র জি-র সঙ্গে আলাপ করিয়ে দেন। এরপরও তাঁদের দেখা হয়েছে। ঋতুপর্ণার কথায়:

“খুব জোভিয়াল (আনন্দময়) পার্সোনালিটির মানুষ ছিলেন। হাসি মজায় মেতে থাকতেন সবসময়। মানুষটা যেমন মজার, তেমনি ওঁর ছিল ওঁর জীবনী শক্তি। আর তাই হয়ত ‘রকি অউর রানিতে’ ওনার পারফরম্যান্সও মনে রাখার মতো হয়েছে।”

তিনি ধর্মেন্দ্রর ‘ইন দিনো’ গানেও তাঁর অনবদ্য পারফরম্যান্সের কথা উল্লেখ করেন। ঋতুপর্ণার প্রিয় ছবির তালিকায় আছে ‘শোলে’ এবং ‘চুপকে চুপকে’। তিনি বলেন, “অনবদ্য সব কাজ করে গিয়েছেন। আজ সত্যিই নক্ষত্রপতন হল।”

অভিনেত্রী শেষে বলেন, “উনি আজ যে সম্মান আর লেগাসি রেখে গেলেন তা অনস্বীকার্য। ওঁর পরিবারের সবাই দিকপাল। উনি সবাইকে প্রতিষ্ঠিত দেখে গেলেন। আমি চাইব উনি যেখানেই থাকুন ভালো থাকুন।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy