উত্তরাখণ্ডে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার প্রকৃতির রুদ্র রূপের সাক্ষী হলো হিমাচল প্রদেশ। কিন্নরের কাছে মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র গতিতে পাহাড় থেকে নেমে আসা জল, কাদামাটি এবং পাথরের স্রোতে টাংলিং-সহ দুটি অস্থায়ী সেতু ভেসে গেছে, যার ফলে প্রায় ৪০০ পর্যটক ও তীর্থযাত্রী আটকে পড়েছিলেন। দ্রুত উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার ভোরে কিন্নরের কাছে মেঘ ভেঙে ভয়াবহ জলরাশি ধেয়ে আসে। এই স্রোতের ধাক্কায় কিন্নর-কৈলাস রুটের বেশ কয়েকটি সেতু সম্পূর্ণ ভেঙে গেছে এবং একাধিক স্থানে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেছে। এর জেরে ওই দিনের মতো কিন্নর-কৈলাস রুটের যাত্রা বাতিল করা হয়েছে।
আটকে পড়া পুণ্যার্থী ও পর্যটকদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দল। জিপলাইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে আটকে পড়া মানুষদের এক এক করে নদী পার করানো হয়। আইটিবিপি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই রোমাঞ্চকর উদ্ধারের ভিডিও শেয়ার করেছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এক পর্যটক জানান, “হঠাৎ করেই জল আর কাদা নেমে আসতে শুরু করে। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু NDRF এবং ITBP-র জওয়ানরা অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সঙ্গে আমাদের উদ্ধার করেছেন।”
Responding to a requisition from DC Kinnaur, #ITBP has deployed a rescue team under AC/GD Sameer with mountaineering & RRC equipment after two makeshift bridges on the Kinner Kailash Yatra route were washed away due to incessant rains, leaving several yatris stranded.#Himveers pic.twitter.com/rjatUQeTEV
— ITBP (@ITBP_official) August 6, 2025
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজে জড়িত সকল দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হবে এবং আটকে পড়া পর্যটকদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া দফতর আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, তাই প্রশাসন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।