“হিন্দুদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না কেউ”, ভোটার তালিকা বিতর্কে রণংদেহী শুভেন্দু!

রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যখন মতুয়া মহলে আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই বনগাঁর মাটি থেকে অভয়বাণী শোনালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বনগাঁর আরএস মাঠের মতুয়া ধর্ম মহাসম্মেলন থেকে তাঁর স্পষ্ট বার্তা, “একজন হিন্দু বা মতুয়ারও কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারও নেই।”

ভয় কাটালেন শুভেন্দু, নিশানায় রোহিঙ্গারা

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের একটি মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছিল মতুয়াগড়ে। শান্তনু বলেছিলেন, রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ দিতে গিয়ে যদি ভুলবশত ১ লক্ষ মতুয়ার নামও বাদ যায়, তবে তা মেনে নিতে হবে। এই মন্তব্যে মতুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর অনশনে বসেন।

আজ সেই আতঙ্ক দূর করতে শুভেন্দু অধিকারী বলেন, “ভোটার তালিকা থেকে কোনো মতুয়ার নাম বাদ দিতে দেব না। তবে তালিকায় কোনো রোহিঙ্গা মুসলিমের নাম থাকতেও দেব না।” তিনি আরও জানান, ইতিমধ্যেই ৬০ হাজার মানুষ সিএএ-র জন্য আবেদন করেছেন এবং ১ হাজারের বেশি মানুষ শংসাপত্র হাতে পেয়েছেন।

আইনি লড়াইয়ের আশ্বাস: পাশে থাকবেন শুভেন্দু

এসআইআর প্রক্রিয়ায় যাঁদের কাছে নোটিস আসবে, তাঁদের জন্য সুনির্দিষ্ট নির্দেশিকাও দেন শুভেন্দু। তিনি জানান:

  • ৮৫ বছরের ঊর্ধ্বের ভোটারদের বিডিও অফিসে যাওয়ার প্রয়োজন নেই, আধিকারিকরাই তাঁদের কাছে আসবেন।

  • যদি ইআরও (ERO) কারও নাম কাটে, তবে ইও (EO) এবং সিইও (CEO) দফতরে আবেদনের সমস্ত আইনি দায়িত্ব বিরোধী দলনেতা নিজে নেবেন।

রাষ্ট্রপতির দ্বারে শান্তনু ঠাকুর

একদিকে যখন বনগাঁয় শুভেন্দু অধিকারী জনসভা করছেন, ঠিক তখনই দিল্লিতে বড় পদক্ষেপ নিলেন শান্তনু ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের একটি প্রতিনিধি দল নিয়ে বুধবারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী। মতুয়াদের নাগরিকত্ব ও বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করা হয়েছে বলে সূত্রের খবর।

তৃণমূলকে তোপ

তৃণমূল সরকার এসআইআর এবং সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি বলেন, “সরকার একদিকে সিএএ-র বিরোধিতা করছে, আবার মানুষকে আবেদন করতেও বলছে—এই দ্বিচারিতা মানুষ ধরে ফেলেছে।”

মতুয়াগড়ে শুভেন্দুর এই কড়া অবস্থান এবং শান্তনু ঠাকুরের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন ইস্যু এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy