“হার্টে হয়েছে ক্যান্সার-টিউমার”-SSKM-এর চিকিৎসকদের নজিরবিহীন সাফল্য, সুস্থ যুবক

একটি বিরল এবং ক্যান্সারপ্রবণ টিউমারের কারণে যখন জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বাঁকুড়ার এক যুবক, তখন তাঁর ত্রাতা হয়ে দাঁড়াল কলকাতার এসএসকেএম হাসপাতাল। একাধিক সরকারি-বেসরকারি হাসপাতাল, এমনকি ভেলোরের মতো দক্ষিণ ভারতের নামকরা চিকিৎসাকেন্দ্র থেকেও প্রত্যাখ্যাত হওয়ার পর এসএসকেএমের চিকিৎসকরা সফলভাবে ওই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি সম্পন্ন করেছেন। এতে জীবন ফিরে পেয়েছেন কোতুলপুরের বাসিন্দা মানসকুমার খাঁ।

৩৪ বছর বয়সী মানসকুমার প্রায় এক বছর ধরে শ্বাসকষ্ট ও বুকে জল জমার সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে কলকাতার চিকিৎসকদের কাছে গেলেও রোগটি জটিল হওয়ায় তাঁরা ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে যাওয়ার পরামর্শ দেন। সেখানেই পরীক্ষায় ধরা পড়ে যে মানসের হৃদপিণ্ডে একটি অত্যন্ত বিরল এবং ম্যালিগন্যান্ট (ক্যান্সারপ্রবণ) টিউমার রয়েছে। কিন্তু ঝুঁকির কথা ভেবে কোনো হাসপাতালেই তাঁর অস্ত্রোপচার করতে রাজি হননি চিকিৎসকরা। চেন্নাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর মতো শহরেও একই অভিজ্ঞতা হয়।

অবশেষে দুই মাস আগে মানস এসএসকেএম হাসপাতালে ভর্তি হন এবং কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি (CTVS) বিভাগের চিকিৎসক শান্তনু দত্তের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। শান্তনু দত্ত জানান, “হৃদপিণ্ডে টিউমার এমনিতেই বিরল। টিউমার হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা বিনাইন বা নিরীহ প্রকৃতির হয়। কিন্তু মানসের ক্ষেত্রে টিউমারটি ছিল ক্যান্সারপ্রবণ, যা বিরলের মধ্যে বিরলতম। এর অস্ত্রোপচার খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমাদের টিম দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করেছে।”

গত ১৬ জুলাই অত্যন্ত জটিল এই অস্ত্রোপচারটি করা হয়। চিকিৎসক শান্তনু দত্তের নেতৃত্বে অপারেটিং টিমে ছিলেন শিল্পা বসুরায়, রন্মিতা পাল, দেবতনু হাজরা এবং অপর্ণা বাসুমাতারি। অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন চৈতালি সেন দাশগুপ্ত, কাকলি ঘোষ এবং গিরিরাজ শর্মা। দীর্ঘ এবং সফল অস্ত্রোপচারের পর গত ২৪ জুলাই মানসকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

মঙ্গলবার প্রথমবার চেক-আপের জন্য এসএসকেএমের সিটিভিএস বিভাগে আসেন মানস। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে জানান যে তিনি এখন ভালো আছেন। মানস এবং তাঁর স্ত্রী অনিন্দিতা এসএসকেএমের চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসকদের মতে, এমন বিরল অস্ত্রোপচার করার অভিজ্ঞতা তাঁদের নিজেদের পেশাগত জীবনেও এক মাইলফলক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy