গাজা উপত্যকায় শান্তি ফেরানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে প্রকাশ্যে স্বাগত ও সমর্থন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ একটি বার্তা পোস্ট করে তিনি ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন এবং গাজায় স্থায়ী শান্তির লক্ষ্যে ভারতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে লেখেন, “গাজায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের উদ্যোগ প্রশংসনীয়। এই বিষয়ে আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি।” শুধু তাই নয়, বন্দিদের মুক্তির ইঙ্গিতকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের ২০ দফা প্রস্তাব এবং হামাসকে হুঁশিয়ারি
জানা গিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং শান্তি ফেরানোর লক্ষ্যে ইসরায়েলকে একটি ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রথমদিকে ইসরায়েল এবং প্যালেস্তাইন গোষ্ঠী হামাস উভয়ই এই প্রস্তাবে নিমরাজি ছিল।
সূত্রের খবর, হামাসকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে বলেন, রবিবারের মধ্যে ইসরায়েলের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে রাজি না হলে হামাসকে ‘নরক যন্ত্রণা ভোগ করতে হবে’। এই ডেডলাইনের পর হামাস ট্রাম্পের শান্তি প্রস্তাবে সম্মত হয়েছে।
শান্তির পক্ষে ভারতের দৃঢ় অবস্থান
মোদী তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “স্থায়ী এবং ন্যায়সঙ্গত শান্তির লক্ষ্যে সকল প্রচেষ্টায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে, আগামী দিনেও থাকবে।”
ট্রাম্পের এই নেতৃত্বকে স্বাগত জানানোর মাধ্যমে গাজা সংঘাতের অবসানে ভারতের সক্রিয় কূটনৈতিক অবস্থান আরও একবার স্পষ্ট হলো।