ক্রিকেট বিতর্কের রেশ এবার হকিতেও। মালয়েশিয়ার জোহর বাহরুতে অবস্থিত তামান দয়া হকি স্টেডিয়ামে চলমান সুলতান জোহর কাপে ভারতীয় পুরুষ জুনিয়র হকি দল মুখোমুখি হয়েছে পাকিস্তানের। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথাগত হ্যান্ডশেক বা হাত মেলানোর পরিবর্তে ‘হাই-ফাইভ’ বিনিময় হতে দেখা যায়।
এই ঘটনার পেছনে রয়েছে এক চাঞ্চল্যকর খবর। জানা গিয়েছে, সম্প্রতি এশিয়া কাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে পাকিস্তান হকি ফেডারেশন (PHF) তাদের খেলোয়াড়দের ভারতীয়দের হাত মেলাতে অস্বীকার করার বিষয়টি ‘এড়িয়ে যেতে’ নির্দেশ দিয়েছিল।
হকিতেও ‘হাত না মেলানোর’ বিতর্ক
গত মাসে শেষ হওয়া এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় দল তাদের তিনটি ম্যাচের সময়ই পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিল। এর জেরে বড়সড় বিতর্কের সৃষ্টি হয় এবং পাকিস্তান এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (ICC) এর প্রতিবাদ জানিয়েছিল। এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদেই ভারতীয় ক্রিকেট দল এই সিদ্ধান্ত নিয়েছিল।
ঠিক একই বিতর্কের আশঙ্কা করেছিল পাকিস্তান হকি ফেডারেশন। পিএইচএফ-এর এক বরিষ্ঠ আধিকারিক আগেই বলেছিলেন, ভারতীয় দল হাত না মেলালে যেন পাক খেলোয়াড়রা মানসিক ভাবে তৈরি থাকে।
ওই আধিকারিক জানান, “খেলোয়াড়দের বলা হয়েছে যে যদি ভারতীয় খেলোয়াড়রা ম্যাচের আগে বা পরে হাত না মেলায়, তবে যেন তারা তা উপেক্ষা করে এগিয়ে যায়। খেলার সময় যেকোনো ধরনের আবেগপূর্ণ সংঘাত এড়াতেও তাদের সতর্ক করা হয়েছে।”
এর আগে, আগস্ট মাসে বিহারের রাজগিরে অনুষ্ঠিত পুরুষ এশিয়া কাপের জন্য পাকিস্তান তাদের হকি দল ভারতে পাঠায়নি। হকির ময়দানেও এখন ভারত-পাকিস্তান সম্পর্ক খেলার থেকে বেশি ‘কূটনৈতিক সংঘাত’-এর রূপ নিচ্ছে বলে মনে করছে ক্রীড়া মহল।