হাতে সময় আর দেড় মাস! জেনেনিন ২০২৫ থেকে ২০২৮ সালের দুর্গাপুজোর দিনক্ষণ

হাতে আর মাত্র দেড় মাস। তারপরই মর্ত্যে আসবেন মা দুর্গা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবার সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হচ্ছে। শুধু একটি ধর্মীয় উৎসব নয়, দুর্গাপূজা বাঙালির কাছে এক আবেগ, পারিবারিক মিলন এবং সংস্কৃতির ঐতিহ্য। উৎসবের এই দিনগুলোর জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বাঙালিরা।

২০২৫ সালের পূজার নির্ঘন্ট

২০২৫ সালে মহালয়া ২১ সেপ্টেম্বর, রবিবার। এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে। এরপর পুজো শুরু হবে:

ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর

সপ্তমী: ২৯ সেপ্টেম্বর

অষ্টমী: ৩০ সেপ্টেম্বর

নবমী: ১ অক্টোবর

বিজয়া দশমী: ২ অক্টোবর
এছাড়া, লক্ষ্মীপূজা ৬ অক্টোবর এবং কালীপূজা ২০ অক্টোবর।

২০২৬ সালের পূজার নির্ঘন্ট

২০২৬ সালে দুর্গাপূজা শুরু হবে অক্টোবরে:

মহালয়া: ১০ অক্টোবর

ষষ্ঠী: ১৭ অক্টোবর

সপ্তমী: ১৮ অক্টোবর

অষ্টমী: ১৯ অক্টোবর

নবমী: ২০ অক্টোবর

বিজয়া দশমী: ২১ অক্টোবর
লক্ষ্মীপূজা ২৫ অক্টোবর এবং কালীপূজা ৮ নভেম্বর।

২০২৭ সালের পূজার নির্ঘন্ট

২০২৭ সালে দুর্গাপূজা আরও কিছুটা পিছিয়ে যাচ্ছে:

মহালয়া: ২৯ সেপ্টেম্বর

ষষ্ঠী: ৫ অক্টোবর

সপ্তমী: ৬ অক্টোবর

অষ্টমী: ৭ এবং ৮ অক্টোবর

নবমী: ৯ অক্টোবর

বিজয়া দশমী: ১০ অক্টোবর
লক্ষ্মীপূজা ১৪ অক্টোবর এবং কালীপূজা ২৮ নভেম্বর।

২০২৮ সালের পূজার নির্ঘন্ট

২০২৮ সালে দুর্গাপূজা সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে:

মহালয়া: ১৮ সেপ্টেম্বর

ষষ্ঠী: ২৪ সেপ্টেম্বর

সপ্তমী: ২৫ সেপ্টেম্বর

অষ্টমী: ২৬ সেপ্টেম্বর

নবমী: ২৭ সেপ্টেম্বর

বিজয়া দশমী: ২৮ সেপ্টেম্বর
লক্ষ্মীপূজা ২ অক্টোবর এবং কালীপূজা ১৭ অক্টোবর।

এই নির্ঘন্ট অনুসারে, আগামী চার বছরের দুর্গাপূজা ও অন্যান্য প্রধান উৎসবের তারিখ আগে থেকেই জেনে নেওয়া গেল। এতে উৎসবের প্রস্তুতি শুরু করতে সুবিধা হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy