হাওড়ায় চাঞ্চল্য, বহুতল থেকে পড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

খেলতে গিয়ে বহুতলের চারতলা থেকে পড়ে এক তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরী নস্কর পাড়ায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, তিন বছরের শিশু অভয় তার বাবা-মায়ের সঙ্গে চারতলার একটি ঘরে থাকত। মঙ্গলবার বিকেলে ঘরের জানালা খোলা ছিল। অভয় জানালা দিয়ে খেলা করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বাড়ির মালিক নিয়ম না মেনে ছাদের ওপরের অংশে অবৈধভাবে একটি অস্থায়ী টিনের ঘর তৈরি করে ভাড়া দিয়েছিলেন। শুধু তাই নয়, ঘরের জানালায় কোনো গ্রিলও লাগানো হয়নি। এই অবহেলার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তারা চান, পুলিশ এই বিষয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।

এক স্থানীয় মহিলা জানান, “আমরা নিচে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ একটা ধপ করে আওয়াজ শুনি। তাকিয়ে দেখি একটা বাচ্চা পড়ে আছে। আমি ওকে তুলে জল দিলাম। ওদের জানালায় গ্রিল ছিল না, তাই ও সেখান থেকেই পড়ে গেছে।” ছোট্ট অভয়ের এমন অকাল মৃত্যুতে নস্কর পাড়ার গোটা এলাকাই শোকাচ্ছন্ন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy