হলদিয়ায় যাত্রীবাহী লঞ্চডুবি, কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে ছাড়তেই ঘটল বিপত্তি, উদ্ধার সকল যাত্রী

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে হলদিয়ার সুতাহাটা থানার কুকড়াহাটি ফেরিঘাট থেকে ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার সময় লঞ্চটি ডুবে যায়। তবে সৌভাগ্যবশত, লঞ্চে থাকা সকল যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই লঞ্চে করে মূলত হলদিয়া শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকরা দিনের শেষে নিজেদের বাড়ি ফিরছিলেন। কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পরই একটি বাঁক নেওয়ার সময় লঞ্চের তলার পাটাতনে হঠাৎই বড়সড় ফাটল দেখা যায়। এর ফলে হুহু করে জল ঢুকতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়।

হঠাৎ ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। তাদের চিৎকার শুনে পাড় থেকে এবং আশেপাশের অন্যান্য লঞ্চ ও নৌকা থেকে লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়ে যায়। খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে সহযোগিতা করে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, লঞ্চে প্রায় ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব দ্রুত সব যাত্রীকে ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার করে নিরাপদে তীরে আনা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেহেতু দুর্ঘটনাটি ফেরিঘাট থেকে খুব বেশি দূরে ঘটেনি, তাই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

লঞ্চটি প্রায় সম্পূর্ণভাবে ডুবে যাওয়ায় সেটির ব্যাপক ক্ষতি হয়েছে। কীভাবে এবং কেন লঞ্চটির পাটাতনে ফাটল ধরল, তা খতিয়ে দেখতে পুলিশ এবং জলপথ পরিবহন দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy