মাত্র কয়েক সেকেন্ডের দমকা ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেল চন্দননগরের নারুয়া শান্তিরমাঠ এলাকা। শুক্রবার ভোরের দিকে হঠাৎ শুরু হওয়া ‘টর্নেডোর মতো পাক খাওয়া ঝড়’-এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক মিনিটের এই দুর্যোগে এলাকার মানুষজন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ দমকা হাওয়া ও বৃষ্টির সঙ্গে টর্নেডোর মতো ঝড় বয়ে যায়। এর ফলে নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মণ্ডপটি ভেঙে পড়েছে। যদিও ওই মণ্ডপের প্রতিমা আগেই বিসর্জন হয়ে গিয়েছিল, তবুও মণ্ডপটি দাঁড়িয়ে থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর, ফসলের ক্ষতি:
ঝড়ের দাপটে মণ্ডপ ছাড়াও আশেপাশে থাকা বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভেঙে পড়েছে ইটের দেওয়াল।
বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে হাওয়ার দাপটে।
বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে।
স্থানীয়রা জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে পুজোর পরপরই এমন ক্ষতির ফলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।